রাজ্যেও হচ্ছে এফসিআই’র রিজিওন্যাল অফিস: সুশান্ত!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পর্যটন, খাদ্য এবং পরিবহণ দপ্তরের উন্নয়নমূলক কাজে কেন্দ্রীয় সরকার ঢালাওভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পর্যটন, গণবন্টন এবং পরিবহণ ব্যবস্থার উন্নয়নে ঢালাও হারে অর্থ প্রদান করছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি রাজ্যে এফসিআই-এর রিজিওন্যাল অফিস গড়ে তোলা হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খাদ্য, পর্যটন এবং পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান। তিনি সম্প্রতি দিল্লী সফরকালে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন ও উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী, পর্যটন দপ্তরের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত,কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অসামারিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডুর সাথে সাক্ষাৎ করে রাজ্যের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দাবিদাওয়া পেশ করেন।
সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে সাক্ষাৎকারে জাতীয় খাদ্য সুরক্ষা আইন ও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় গণবন্টনের ক্ষেত্রে রাজ্য রেশন শপ ডিলারদের কমিশন বাবদ কেন্দ্রীয় বরাদ্দের প্রায় ৫৩ কোটি ১৭লক্ষ টাকা ২০২১-২২ অর্থবছর থেকে বিভিন্ন কারণে আটকে ছিল বলে অবহিত করেন। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী জানিয়েছেন, অতিশীঘ্রই এই অর্থ খাদ্য দপ্তরকে প্রদান করা হবে। খাদ্যমন্ত্রী শ্রীচৌধুরী জানান, রাজ্যে বর্তমানে রেশন শপগুলিতে উপভোক্তাদের ই-কেওয়াইসি প্রক্রিয়া পুরোদমে চলছে। ইতিমধ্যে রাজ্যের প্রায় ৬৯ শতাংশ ভোক্তার ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। রাজ্যে গণবন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত রেশন ডিলারগণ খাদ্যশস্য বিতরণের জন্য কমিশন বাবদ বর্তমানে কুইন্টাল প্রতি ১৪৩ টাকা পেয়ে থাকেন।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কমিশনের পরিমাণ বাড়িয়ে কুইন্টাল প্রতি ১৮০ টাকা করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে রেশন শপে ইপস্ মেশিনের সঙ্গে ইলেকট্রনিক ওজন মাপক যন্ত্রের সংযুক্তিকরণ বাস্তবায়ন সম্পূর্ণ হযে গেলে রাজ্য রেশন ডিলাররাও কমিশন বাবদ ১৮০ টাকা করে পাবেন।
তাছাড়া কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত-এর সঙ্গে সাক্ষাৎকারকালে জম্পুইহিলে পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে ৭০ কোটি টাকার প্রস্তাব পেশ করা হয়েছে বলে জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। জিরানীয়ার শচীন্দ্রনগর কলোনী এলাকায় ত্রিপুরা হেরিটেজ ভিলেজ অ্যান্ড সঙ্গীত এক্সপিরিয়েন্স প্রকল্পের উন্নয়নে ৫০ কোটি টাকা এবং আগরতলার লক্ষ্মীলুঙ্গা এলাকায় মিস্টিক পে লন্টেশান রিট্রিট প্রকল্পের উন্নয়নে ৩০ কোটি টাকা বরাদ্দের দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী দাবিগুলির প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং শীঘ্রই সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। ধর্মীয় পর্যটনের প্রসারে উদয়পুরের বনদোয়ারে ৯৭ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে একান্ন শক্তিপীঠ নির্মাণে এখন পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকে রাজ্যকে ৬৭ কোটি টাকা প্রদান করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে পরিবহণমন্ত্রী জানান, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎকারকালে গুয়াহাটি এবং আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা, রাজ্যে সিঙ্গল রেললাইনকে ডবল লাইনে পরিবর্তন, বদরপুর-আগরতলা রুটে রেললাইনের বিদ্যুতায়নের অগ্রগতি এবং ত্রিপুরায় বৈদ্যুতিক যাত্রীবাহী ট্রেন চালু করা, আগরতলা – গুয়াহাটি ইন্টারসিটি রেল পরিষেবা চালু করা, আগরতলা জম্মু, আগরতলা পুরী এবং আগরতলা গয়া এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু করা, সেকেরকোটে নির্মীয়মাণ ফুয়েল স্টোরেজ ডিপো পর্যন্ত রেল লাইনের কাজ ত্বরান্বিতকরণ, রাজ্যে চালু সমস্ত লোকাল এক্সপ্রেস ট্রেনগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, আগরতলা রেল স্টেশনকে বিশ্বমানের রেল স্টেশনে পরিণত করা এবং বিলোনীয়া, তেলিয়ামুড়া ও মনু রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু করা ইত্যাদি বিষয় সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পরিবহণমন্ত্রী শ্রীচৌধুরী বলেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
পরিবহণমন্ত্রী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দপ্তরের মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপুর সাথেও সাক্ষাৎ করে মহারাজা বীরবিক্রম বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা, বিমানবন্দরে ইমিগ্রেশন পরিষেবা চালু করা, আগরতলা-দিল্লী রুটে আরও বিমান পরিষেবা বাড়ানো, আগরতলা-মুম্বাই-এর মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু, আগরতলা থেকে বিভিন্ন রুটে বিমান ভাড়া যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে ইত্যাদি দাবিগুলি উত্থাপন করেন। কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রী কৈলাসহর বিমানবন্দর চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলেও আশ্বাস দিয়েছেন।

Dainik Digital

Recent Posts

তেলাঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়াদের একজনের দেহের সন্ধান মিলেছে!!

অনলাইন প্রতিনিধি :-অবশেষে তেলাঙ্গানার সুরঙ্গে আটকে পড়াদের মধ্যে একটি দেহের সন্ধান করতে পেরেছে উদ্ধারকারীরা। তবে…

9 hours ago

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় দিল্লী বললেন রাজনাথ।।

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশের সঙ্গেভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ…

13 hours ago

মোরা কেমন আছি।।

যত গর্জায় তত বর্ষায় না। বাংলার এই প্রবাদের গূঢ়ার্থ বুঝতে হলে রাজনীতির চশমায় নয়,আন্তর্জার নারী…

14 hours ago

দিল্লি এইমসে ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়!!

অনলাইন প্রতিনিধি :-গভীর রাত থেকে বুকে ব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভব করাতে দিল্লির এইমস-এ তড়িঘড়ি…

14 hours ago

আয়কর ভবনে অনুষ্ঠিত হলো বিশেষ মতবিনিময় সভা।।

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার রাজধানীর আয়কর ভবনে নতুন আয়কর বিধি ও নিয়মকানুন নিয়ে নানা জটিলতা দূর…

2 days ago

পঞ্চায়েতিরাজ ব্যবস্থাপনায় রোল মডেল ত্রিপুরা : মুখ্যমন্ত্রী

অনলাইন প্রতিনিধি :-রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার মুখ্যমন্ত্রী বললেন, পঞ্চায়েতস্তরে উল্লেখযোগ্য…

2 days ago