অনলাইন প্রতিনিধি || জুন মাসে নয়, ভিসতারার বিমান পরিষেবা আগরতলা সেক্টরে শুরু হচ্ছে আগামী ১ আগষ্ট থেকে। মঙ্গলবার ভিসতারা বিমান সংস্থার তরফে আগরতলা এমবিবি বিমানবন্দর কর্তৃপক্ষ তথা অধিকর্তা কেসি মিনার কাছে চূড়ান্ত বিমানসূচি পাঠানো হয়েছে। বিমানবন্দর অধিকর্তা মঙ্গলবার সন্ধ্যায় জানান, আগামী ১ আগষ্ট থেকে ভিসতারার বিমান আগরতলা এমবিবি বিমানবন্দরে চালু হচ্ছে। সূচি অনুযায়ী ভিসতারার বিমান বেঙ্গালুরু থেকে রওয়ানা হয়ে সরাসরি আগরতলায় আসবে। আগরতলা থেকে ভিসতারার এই বিমানটি গুয়াহাটি যাবে।গুয়াহাটি থেকে এই বিমানটি সরাসরি যাবে বেঙ্গালুরুতে।এয়ারবাস চালাবে।
প্রসঙ্গত, ভিসতারার বিমান পরিষেবা যাতে আগরতলা সেক্টরে চালু হয় সে বিষয়ে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও রাজ্য পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছে দাবি জানিয়ে চিঠি দেন ও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেন বিমান পরিষেবা বৃদ্ধি করার জন্য।তারপরই এখন ভিসতারার বিমান পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, ভিসতারার বিমান বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত করে দেওয়ায় রাজ্যের মানুষের বেঙ্গালুরুতে যাতায়াত করার আরও সুবিধা বাড়বে।কারণ বেঙ্গালুরুতে যাতায়াতে বিমান সংখ্যা আগামী ১ আগষ্ট থেকে বৃদ্ধি পেলে এই রুটে যাতায়াত আরও সহজ হয়ে যাবে।এখন বর্তমানে বেঙ্গালুলুতে সরাসরি যাতায়াতে ইন্ডিগোর ১৮০ আসনের একটি এয়ারবাস চালু রয়েছে। ইন্ডিগোর আরও একটি ১৮০ আসনের এয়ারবাস আগরতলা থেকে গুয়াহাটি হয়ে বেঙ্গালুরুতে যাতায়াতে চালু রয়েছে। তাছাড়া আকাশা বিমান সংস্থার একটি ১৭২ আসনের বোয়িং বিমান আগরতলা- ওয়াহাটি-বেঙ্গালুরুর মধ্যে যাতায়াতে চালু রয়েছে। বেঙ্গালুরুকে বিমান সংস্থাগুলি আগরতলার সঙ্গে কানেকটিভিটি চালু করার ক্ষেত্রে বেশ গুরুত্ব দিয়েছে। কারণ আগরতলা তথা রাজ্যের মানুষকে উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে যেতে হচ্ছে।উচ্চশিক্ষা লাভের জন্য রাজ্যের ছাত্রছাত্রীদের বেঙ্গালুরুতে যেতে হয়।ভ্রমণের জন্যও বেঙ্গালুরু তথা কর্ণাটকে রাজ্যের মানুষ ছুটে যাচ্ছেন। তাছাড়া বেঙ্গালুরু থেকে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াতেও ভালো সুবিধা রয়েছে। তাই রাজ্যের প্রচুর সংখ্যক মানুষ প্রতিদিন আগরতলা থেকে বিমানে বেঙ্গালুরুতে যান। বেঙ্গালুরু থৈকেও প্রতিদিন আবার প্রচুর সংখ্যক মানুষ আগরতলায় আসেন বিমানে।এদিকে, ইন্ডিগো বিমান সংস্থা আগামী ১জুন থেকে আগরতলা-কলকাতা রুটে যাতায়াতে একটু বেশি রাতে বিমান চালু করছে।৭৮ আসনের এটিআর বিমানটি কলকাতা থেকে রাত ৮টা ১০ মিনিটে আগরতলায় আসবে।বিমানটি রাত ৮টা ৩০ মিনিটে কলকাতায় রওয়ানা হবেন।একটু বেশি রাতে ইন্ডিগোর বিমানে যাতায়াতে রাজ্যবাসীর সুবিধা বাড়বে আগামী ১ জুন থেকে।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…