রাজ্যের উন্নয়ন প্রকল্প রূপায়ণ,অফিসারদের আন্তরিকতা চাইলেন মুখ্যমন্ত্রী।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-গ্রামীণ এলাকার মানুষের রোজগার বুদ্ধি করতে বর্তমান সরকার কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রের বিকাশে সর্বাধিক গুরুত্ব দিয়েছে।এই ক্ষেত্রগুলিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অজস্র উন্নয়ন প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলি যথাযথভাবে রূপায়ণ করার লক্ষ্যে সরকারী আধিকারিকদের আন্তরিকতা চাইলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। শুক্রবার বিশ্রামগঞ্জে সিপাহিজলা জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ে সিপাহিজলা জেলার উন্নয়ন কর্মসূচি নিয়ে এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, রাজ্যের
আর্থিক বিকাশের লক্ষ্যে কৃষি,উদ্যানপালন, মৎস্যচাষ ও প্রাণীসম্পদ বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ সমস্ত ক্ষেত্রের উন্নয়ন
কর্মসূচিগুলিতে সিপাহিজলা জেলার প্রান্তিক জনপদগুলির মানুষকে আরও বেশি করে যুক্ত করতে হবে। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বিকাশে সিপাহিজলা জেলায় জলসেচের সুযোগ সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী বলেন, জেলার কৃষি জমিগুলিকে স্থায়ীভাবে জলসেচের আওতায় নিয়ে আসতে হবে। জলসেচের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধানে একটি কর্মপরিকল্পনা তৈরি করতে তিনি কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং জনসম্পদ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী সিপাহিজলা জেলায় কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্প জল জীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, প্রধানমন্ত্রী কৃষি সিদ্ধাই যোজনার মতো প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী বলেন, এ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে হবে।পর্যালোচনা সভায় রাজ্য সরকারের ২০টি দপ্তরের উন্নয়ন কর্মসূচি নিয়ে পর্যালোচনা করা হয়। পর্যালোচনা সভায় সিপাহিজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক কিশোর বর্মণ, বিধায়ক অন্তরা সরকার দেব, বিধায়ক সুশান্ত দেব এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির প্রধান সচিব, সচিব, অধিকর্তা ও জেলাস্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন। সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ও গুণগত শিক্ষার সম্প্রসারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবা ও গুণগত শিক্ষা সম্প্রসারণে উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সিপাহিজলা জেলাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি সোনামুড়া মহকুমায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্বাস্থ্য দপ্তরকে ইতিমধ্যেই সমগ্র জেলায় বিশেষ সতর্কতা অবলম্বন ও আগাম ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু সিপাহিজলা জেলা নয়, সমগ্র রাজ্যেই ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য দপ্তরকে দ্রুত ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন।
পর্যালোচনা সভায় বিধায়ক কিশোর বর্মণ, বিধায়ক অন্তরা সরকার দেব ও বিধায়ক সুশান্ত দেব সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সভায় সিপাহিজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার জেলার বিভিন্ন ব্লকের এমজিএন রেগা, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, স্বচ্ছ ভারত মিশন ও জল জীবন মিশনের সামগ্রিক চিত্র তুলে ধরেন। তাছাড়াও সভায় পুলিশ সুপার জে রেড্ডি নেশামুক্ত ত্রিপুরা অভিযানে সিপাহিজলা জেলার সাফল্যের চিত্র তুলে ধরেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

19 hours ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

20 hours ago

২০২ কোটি ব্যয়ে আরও একটি নয়া বিল্ডিং আইজিএমে : মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলাগভর্নমেন্ট কলেজের আসন সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৩ করা হয়েছে ইতিমধ্যেই। আইজিএম হাসপাতালে…

20 hours ago

এক আগরতলা শ্রেষ্ঠ আগরতলা গড়ে তোলার জন্য সংকল্প নিন!!

অনলাইন প্রতিনিধি :-শারদউৎসব সম্পন্ন হওয়ার পর সামান্য দেরি হলেও বৃহস্পতিবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে…

21 hours ago

প্রিন্সিপালশূন্য ১৬ ডিগ্রি কলেজ, লাটে পড়াশোনা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল পদে নিয়োগ বিশবাঁও জলে। দু'বছর আগে রাজ্য সরকারের…

21 hours ago

প্রতিবেশীর সম্পর্ক।।

ভারত বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক বদলায়নি। তবে। দুই দেশের মধ্যেকার কূটনৈতিক আদানপ্রদান কমিয়াছে। ফলে দুই…

2 days ago