রাজ্যের ক্ষুদে প্রতিভা স্হান পেলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে!!
অনলাইন প্রতিনিধি :-বয়স মাত্র দুই।আর এরই মধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম নামাঙ্কিত করলেন উনকোটি জেলার উত্তর পাবিয়াছড়া কুমারঘাটের বাসিন্দা ক্ষুদে প্রতিভাবান সক্সম দাস। এসএসবি’র অ্যাসিস্ট্যান্ট কমানডেন্ট পিতা ড: সঞ্জয় দাস এবং মাতা তিলোত্তমা দাস জানালেন এই অবিশ্বাস্য প্রতিভার কথা।ছয় মাস বয়সেই ১৫ টি জাতীয় চিহ্ন জাতীয় পশু,জাতীয় নদী, জাতীয় পতাকার রঙ, পাশাপাশি প্রতিবেশী একাধিক দেশের নাম সহজেই
চিনতে পারত এই ক্ষুদে প্রতিভা।মুখের শব্দচয়ন তখনও স্পষ্ট নয়, কিন্তু আধো আধো ভাঙ্গা অস্পষ্ট উচ্চারণেই ক্ষুদে বলতে পারতো গায়েত্রী মন্ত্র থেকে শুরু করে সপ্তাহের সাত বারের নাম।ইংরেজিতে মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নাম।চলতি বছরের গোড়ায় এই ক্ষুদের প্রতিভা নিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন করেন অভিভাবকেরা।চলতি ফেব্রুয়ারিতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তরফে IBR ACHIVER সার্টিফিকেট লাভ করে এই ক্ষুদে।সুপার ট্যালেন্টেড কিট হিসাবে মিলেছে মেডেল,সার্টিফিকেট সহ নানান সামগ্রী।সক্সম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলতে পারায় খুশি তাঁর মা বাবাও।