রাজ্যের জাতীয় সড়ক নির্মাণ ইস্যুতে সংসদে সরব বিপ্লব।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ভারত
সরকারের সড়ক নির্মাণ সংস্থা এনএইচআইডিসিএলের নজরদারি এবং সুপারভিশনে নির্মিত নিম্নমানের জাতীয় সড়কের কাজ নিয়ে এবার সংসদে সরব হলেন রাজ্যের সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার সংসদে সাংসদ বিপ্লব কুমার দেব আসাম আগরতলা (এনএইচ-৮) জাতীয় সড়কের কিছু অংশের দুরবস্থা এবং পরিবহণ দুর্ভোগের বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে স্থায়ী সমাধানের জন্য সংসদে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, রাজ্যে জাতীয় সড়ক নির্মাণের জন্য এগারো হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক। কিন্তু জাতীয় সড়ক নির্মাণের নামে লোপাট বাণিজ্য চলছে। এই ব্যাপারে ধারাবাহিক ‘দৈনিক সংবাদ’-এ খবর প্রকাশের পর নড়েচড়ে বসে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। এর মধ্যে সাংসদ বিপ্লব কুমার দেব সংসদে এই ব্যাপারে সরব হওয়ায় এনএইচআইডিসিএলের কর্মকর্তাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ওই দিন সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ৩৭১ কিলোমিটার দীর্ঘ আসাম-আগরতলা জাতীয় সড়ক ত্রিপুরা রাজ্যের জীবন রেখা। দেশের ভূখণ্ডের সাথে একমাত্র যোগাযোগ মাধ্যম। রাজ্যের সামাজিক এবং আর্থিক বিকাশে এই সড়ক গুরুত্বপূর্ণ। সাংসদ বিপ্লব কুমার দেব আরও বলেন, জাতীয় সড়কের চুরাইবাড়ি থেকে শনিছড়া এগারো কিলোমিটার রাস্তা বড় বড় গর্ত এবং আবর্জনায় ভরে গেছে। যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধের পথে। উল্লেখ্য, গোটা দেশজুড়ে পরিবহণ ব্যবস্থায় বিপ্লব আনতে ও খরচ কমাতে ভারতমালা পরিযোজনার আওতায় মোট ৩৪ হাজার ৪০০ কিলোমিটার সড়ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক।অধিকাংশ সড়কের কাজ শেষের পথে। এই গোটা প্রকল্পে মোট ৪.৭২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া। এখন পর্যন্ত দেশজুড়ে ১৮ হাজার ৭১৪ কিলোমিটার সড়ক নির্মাণ করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ দপ্তর। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করির পরিচালনায় গোটা দেশের সড়ক যোগাযোগ বদলে গেছে। অন্যদিকে, গত চার বছরে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন মহকুমায় ডাবল লেন সড়ক নির্মাণের জন্য এগারো হাজার কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় সাড়ে ছয়শ কিলোমিটার রাস্তার জন্য। কিন্তু টাকা খরচ হচ্ছে, ডাবল লেন সড়ক হচ্ছে না। গোটা দেশ সড়ক যোগাযোগ ব্যবস্থায় এগিয়ে যাচ্ছে। আর রাজ্যে জাতীয় সড়ক নির্মাণের নামে লোপাট চলছে। কেন্দ্রীয় সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রকের বরাদ্দ জাতীয় সড়কের নামে হাজার হাজার কোটি টাকা নয়ছয় লোপাট বাণিজ্যের ধারাবাহিক খবরের জেরে রাজ্য সরকারের পক্ষ থেকে এনএইচআইডিসিএলের সাথে চিঠি চালাচালি করতেই এক মাস চলে গেছে। কিন্তু অধিকাংশ জাতীয় সড়কের কাজ বন্ধ হয়ে গেছে। কার শক্তির জোরে এইসব হচ্ছে বুঝতে পারছে না কেউ। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের বরাদ্দ ভারত সরকারের আওতাধীন সড়ক নির্মাণ নির্মাণের নামে যে নয়ছয় করছে এর দায়ভার কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে আমলারা নীরব।কিন্তু দেখা যাচ্ছে শষ্যের মধ্যে ভূত লুকিয়ে আছে। এখন দেখার বিষয় এই ব্যাপারে রাজ্যের সাংসদ বিপ্লব দেব সংসদে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করির দৃষ্টি আকর্ষণ করার পর কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক কী ব্যবস্থা নেয়।

Dainik Digital

Recent Posts

ছত্রিশগড়ে নিরাপত্তাবাহিনীর সাথে জঙ্গির লড়াইয়ে খতম ২৭ মাওবাদী!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার সকালে অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কমপক্ষে ২৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে…

3 hours ago

পাকিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা, মৃত ৪শিশু আহত ৩৮!!

অনলাইন প্রতিনিধি :-বালুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে চার শিশুর ৷…

4 hours ago

কলকাতার আকাশে একঝাঁক ড্রোন!!

অনলাইন প্রতিনিধি :- কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন। ঘটনাটি ঘটে সোমবার। অন্তত আট থেকে দশটি…

5 hours ago

ফের ধ্বসে বিপর্যস্ত উত্তর সিকিম!!

অনলাইন প্রতিনিধি :-টানা বৃষ্টির কারণে ধ্বস নামে উত্তর সিকিমে ।এর জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের…

6 hours ago

টাটা গ্রুপের সাথে লিজ এগ্রিমেন্ট,কর্মসংস্থানের সৃষ্টি করবে পুষ্পবন্ত প্যালেস : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল নির্মাণ নিয়ে বহু জল্পনা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন, হোটেল…

6 hours ago

উত্তরপ্রদেশে রাজধানী-সহ দুই ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা!!

অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…

1 day ago