রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে,সি-প্লেন পরিষেবা চালুর উদ্যোগ চলছে: সুশান্ত!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে সি-প্লেন পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে পর্যটন দপ্তর।রাজ্যের সি-প্লেন পরিষেবা চালু হলে রাজ্যের মানুষের ও বহিঃরাজ্য থেকে রাজ্যে আসা পর্যটকদের নতুন অভিজ্ঞতা অর্জন হবে। রাজ্যে সি-প্লেন চালুর বিষয় সংক্রান্ত বৈঠক শেষে এ কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটনমন্ত্রী শ্রীচৌধুরী জানান, রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের অঙ্গ হিসেবে রাজ্যে সি-প্লেন পরিষেবা চালু হলে তা অভিনব উদ্যোগ হিসেবে চিহ্নিত হবে। শনিবার সচিবালয়ের এক নং ভিডিও কনফারেন্স হলে সি-প্লেন পরিচালনার বিষয়ে মেরি টাইম এনার্জি হেলি এয়ার সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (মেহের)-এর সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠক করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটন মন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার পর্যটন ব্যবস্থাকে আকর্ষণীয় করতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। রাজ্যে সি-প্লেন পরিষেবা শুরু হলে পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা অর্জন হবে। রাজ্যে পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। সভায় ডম্বুর জলাশয়ে এবং রুদ্রসাগরে সি-প্লেন পরিষেবা চালু নিয়ে আলোচনা হয়। এদিকে, বৈঠকের শুরুতে মেহের কোম্পানির অধিকর্তা সিদ্ধার্থ ভার্মা সচিত্র প্রতিবেদনের মাধ্যমে ভারতে কোম্পানির বর্তমান চলতি পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অধিকর্তা জানান, মহারাষ্ট্র, গোয়া, আন্দামান-নিকোবর ইত্যাদি রাজ্যে তাদের পরিষেবা চালু রয়েছে। সি-প্লেন পরিষেবা চালু করার মূল উদ্দেশ্যই হচ্ছে পর্যটনের প্রতি পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি করা, প্রত্যন্ত অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করা। এতে অর্থনীতির শ্রীবৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়। পর্যটন মন্ত্রী সংস্থার অধিকর্তাকে ডম্বর এবং নীরমহলে এই সি-প্লেন পরিষেবা চালু করার প্রস্তাব দেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সবকিছু সঠিকভাবে বাস্তবায়িত হলে বর্ষা শুরুর আগেই রাজ্যে এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হবে।এটি বাস্তবে রূপ পেলে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যেও প্রথম এই রাজ্যে সি-প্লেন পরিষেবা চালু হবে।সভায় বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন।

Dainik Digital

Recent Posts

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল মে-র প্রথম সপ্তাহে!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল প্রকাশ হবে মে মাসের প্রথম সপ্তাহে।একযোগে রাজ্য পর্ষদের মাধ্যমিক,…

9 hours ago

শ্লোগানই সার, এদের ভাগ্য আর বদল হয় না!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান সরকারের শ্লোগান হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ। কিন্তু বাস্তবে এই শ্লোগান কতটা…

9 hours ago

বাণিজ্য সংকট!!

বাণিজ্য সংকট বলতে আমরা সাধারণত কী বুঝি?অথবা বাণিজ্য সংকট কাকে বলে?খুব সহজ ভাবে বলতে গেলে,…

9 hours ago

বিধানসভায় দেওয়া তথ্যে রাজ্যে শূন্যপদের সংখ্যা ৫১,৭৮৪!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ ৫১ হাজার ৭৮৪টি।নিয়োগ নেই।২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত…

9 hours ago

যান স্বল্পতায় বিলম্বিত বিমান যাত্রীরা রাতে দুর্ভোগে পড়েন!!

অনলাইন প্রতিনিধি :- অনেক রাতে এমবিবি আগরতলা বিমানবন্দরে বিলম্বিত বিমান যাত্রীরা আবারও যানবাহনের অভাবে চরম…

1 day ago

এআরসি প্রযুক্তির চাষে স্বনির্ভরতার পথে রাজ্য!!

অনলাইন প্রতিনিধি:- রাজ্যে কৃষিক্ষেত্রে এক নতুন বিপ্লবের সূচনা করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের…

1 day ago