ইণ্ডিগো বিমানে পড়ল বাজ, ভাঙল সামনের অংশ, শ্রীনগরে জরুরি অবতরণ!!
রাজ্যের প্রতীকে স্বীকৃতি কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের জন্য সীলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে মঙ্গলবারই এক চিঠিতে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তীর উদ্দেশে এ কথা জানানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অনুমোদিত এই বিশেষ লোগো রাজ্যের সংস্কৃতি, ইতিহাসকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই ধরে নেওয়া হচ্ছে। ত্রিপুরা সরকারের প্রতীকের প্রস্তাবটি ভারতের রাষ্ট্রীয় প্রতীক (ব্যবহার নিয়ন্ত্রণ)বিধিমালা, ২০০৭ (২০১০ সালে সংশোধিত)-এর নিয়ম ৪(২) এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা করা হয়েছে।এরপরই স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরা সরকারের প্রস্তাবিত প্রতীক/লোগোতে অনুমোদন দেয়।