রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে জয়পুরে বৈঠকে মুখ্যমন্ত্রী।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজস্থানে গিয়ে শিল্পোদ্যোগী এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।জয়পুরের একটি হোটেলে ফেডারেশন অব রাজস্থান ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এদিন মূলত ত্রিপুরার শিল্প সম্ভাবনাকে কেন্দ্র করেই ওই
সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে রাজস্থানের শিল্পোদ্যোগী এবং স্বনামধন্য ৬০ জন ব্যবসায়ী অংশ
নেন। ওই রাজ্যের শিল্পোদ্যোগীরা রাজ্যের পর্যটন, হোটেল, সৌরশক্তি, বাঁশজাত শিল্প, জলসম্পদ, আমদানি ও রপ্তানি ক্ষেত্রে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। রাজস্থানের শিল্প মহল রাজ্যের পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়র করেছেন। অনেকে উচ্চশিক্ষা এবং চিকিৎসা পরিষেবা ক্ষেত্রেও উদ্যোগ নিতে মুখ্যমন্ত্রীর কাছে আগ্রহ প্রকাশ করেছেন। অনেকে উচ্চশিক্ষা এবং চিকিৎসা পরিষেবা ক্ষেত্রেও উদ্যোগ নিতে মুখ্যমন্ত্রীর কাছে আগ্রহ প্রকাশ করেছেন। রাজ্যের শিল্প সম্ভাবনা সংক্রান্ত বিষয়ে বিস্তৃত পরিসরে আলোচনার পর রাজস্থানের শিল্পউদ্যোগীরা রাজ্য সফরের আগ্রহ প্রকাশ করেছেন। ওই রাজের একটি বাণিজ্যিক প্রতিনিধি দল রাজ্য সফরে আসবেন বলেও সম্মেলনে জানানো হয়। মুখ্যমন্ত্রীও তাদের রাজ্যে পা রেখে রাজ্যের শিল্প সহায়ক পরিবেশ প্রত্যক্ষ করে যেতে আহ্বান রাখেন। শিল্প স্থাপনে রাজস্থানের বিনিয়োগকারীদের সর্বতো সহায়তা করার আশ্বাসও দেওয়া হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার কথাও বণিক মহলকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, বর্তমানে সড়ক ও রেল কানেক্টিভিটিকে
ব্যাপক উন্নতি করেছে রাজ্য।যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হয়েছে। বাংলাদেশের সঙ্গে মৈত্রী সেতুতে জুড়ে গেছে ত্রিপুরা। যার প্রেক্ষিতে সম্ভাবনার নতুন দরজা খুলে গেছে। গোটা উত্তরপূর্বের প্রবেশদ্বার হতে চলেছে ত্রিপুরা। শিল্প বাণিজ্যের আঙ্গিকে আগামী দিনগুলি রাজ্যের জন্য আরও উজ্জ্বল হতে চলেছে। এই সম্ভাবনার কথা সামনে রেখেই মুখ্যমন্ত্রী ডা. সাহা রাজস্থানের বিনিয়োগকারীদের রাজ্যে আসার আহ্বান রেখেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজস্থানের শিল্প মহল ত্রিপুরাকে নিয়ে যথেষ্ট উৎসাহ ব্যক্ত করেছে। এ রাজ্যে সেখানকার বিনিয়োগ হলে রাজ্যের প্রচুর ছেলেমেয়ের কর্মসংস্থান হতে পারে। এতে রাজ্যের আর্থসামাজিক অবস্থারও উন্নয়ন ঘটবে।এদিন তার আগে রাজস্থানের জয়পুরে আন্তর্জাতিক বাঁধ সুরক্ষা সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বৃহস্পতিবার এই আন্তর্জাতিক সম্মেলনের সূচনা করেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সম্মেলনের প্রাক মুহূর্তে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্ৰ সিং শেখাওয়াত সহ অন্যান্য বিশিষ্টজনদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. সাহা।মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ২০২১ সালে দেশে প্রথমবারের মতো পাস হয় জাতীয় বাঁধ সুরক্ষা আইন। এরই ফলশ্রুতিতে বাঁধের সুরক্ষা সুনিশ্চিত করতে রাষ্ট্রীয় বাঁধ সুরক্ষা প্রাধিকরণ (NDSA) গঠন করা হয়।
এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়া বিভিন্ন রাজ্যের মন্ত্রীগণ সহ জলশক্তি মন্ত্রকের পদস্থ
আধিকারিকগণ। দুদিন ধরে চলবে আন্তর্জাতিক বাঁধ সুরক্ষা সম্মেলন।সম্মেলনে প্ল্যানারি সেশন, টেকনিক্যাল সেশনে বাঁধ সুরক্ষা বিষয়ে আলোচনা হবে। তাতে অংশ নেবেন আমেরিকা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের প্রতিনিধিগণ। সম্মেলনে যোগ দিয়েছেন ওয়ার্ল্ড ব্যাঙ্কের
প্রতিনিধিগণও। এর পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য থেকেও প্রতিনিধিগণ
সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

21 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

21 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

21 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

21 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago