রাজ্যের সম্পদ ব্যবহারে রিলায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে: মুখ্যমন্ত্রী!!

 রাজ্যের সম্পদ ব্যবহারে রিলায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে: মুখ্যমন্ত্রী!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রিলায়েন্স গ্রুপ রাজ্যের প্রাকৃতিক সম্পদগুলি ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার বিধানসভায় রেফারেন্স পিরিয়ডে বিধায়ক কল্যাণী সাহা রায়ের জনস্বার্থে আনা এক নোটিশের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এই মর্মে জানান। গত ২৩ মার্চ দৈনিক সংবাদে প্রকাশিত খবরের ভিত্তিতে ওই নোটিশ আনেন মুখ্য সচেতক। উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসায়িক প্রধান আওয়াধেশ সিংয়ের নেতৃত্বে একটি রিলায়েন্সের প্রতিনিধি দল গত ২২ মার্চ আগরতলা সফর করে রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।বৈঠকে ত্রিপুরায় রিলায়েন্সের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তৃত পরিসরে আলোচনা হয়।মুখ্যমন্ত্রী জানান, রিলায়েন্স গ্রুপ ত্রিপুরার প্রাকৃতিক সম্পদগুলি ব্যবহার করে রাজ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এমন কিছু মূলক্ষেত্রগুলি বৈঠকে চিহ্নিত করা হয়েছে।এসব

ক্ষেত্রের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, বাঁশ, রাবার, কৃষি ও উদ্যানজাত পণ্য, ওষুধি গাছপালা ইত্যাদি। বৈঠকে এছাড়াও দেশের তৃতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে এবং রাজ্যের বড়সংখ্যক প্রযুক্তিগত দক্ষ কর্মীর কথা উল্লেখ করা হয়েছে। ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি, ২০২১ কাজে লাগিয়ে রিলায়েন্স জিওকে আইটি এবং আইটিইএস’র ক্ষেত্রে সুবিধাজনক শর্তে তাদের পরিষেবা সম্প্রসারণ করার জন্য বলা হয়েছে। এছাড়াও আগরতলায় একটি বিপিও কল সেন্টার স্থাপন করার জন্য রিলায়েন্স জিওকে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ইনোভেশন এবং ইনকিউভেশন পার্ক স্থাপনের জন্য রিলায়েন্স জিওকে তথ্য প্রযুক্তি দপ্তরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। যা রাজ্যের স্টার্টআপ ইকোসিস্টেমকে সমর্থন করবে।তিনি জানান, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেহেতু
বিশ্বের অন্যতম শীর্ষ শক্তি উৎপাদন কোম্পানি তাই রাজ্যে প্রায় ৫৬০ এমএমটি হাইড্রো কার্বন সম্পদ অনুসন্ধান এবং উৎপাদনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও ত্রিপুরায় একটি ইউরিয়া সার উৎপাদন ইউনিট স্থাপনের জন্য রিলায়েন্সকে উৎসাহিত করা হয়েছে। যা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করবে এবং উত্তরপূর্বের কৃষকদের উপকারে আসবে। রিলায়েন্স প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে এছাড়াও বাঁশ সম্পদ থেকে এথানল উৎপাদন, ইকো ট্যুরিজম এবং বন্যপ্রাণী সংরক্ষণ, রাবার কাঠ প্রক্রিয়াকরণ, কৃষি এবং উদ্যানজাত পণ্য, হস্ততাঁত ও হস্তকারু ইত্যাদি ক্ষেত্রে রিলায়েন্সকে বিনিয়োগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। এই বিনিয়োগের সুযোগগুলি বাস্তবায়নের জন্য রিলায়েন্স গ্রুপের উপযুক্ত কর্মকর্তা প্রতিনিধিদল রাজ্যে আসবে বলেও মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.