রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর বিশ্বাস রাখতে হবে : মুখ্যমন্ত্রী।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || গোটা রাজ্যেই উন্নত স্বাস্থ্য কাঠামো গড়ে তুলতে চাইছে বর্তমান রাজ্য সরকার। এ লক্ষ্যে জেলাস্তরেও উন্নত পরিকাঠামো করা হচ্ছে। ক্রমান্বয়ে চাপ কমানো হচ্ছে বড় বড় হাসপাতালগুলির উপর থেকে। যার লক্ষ্যেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে জেলা হাসপাতাল পর্যন্ত সকল অংশের মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। সোমবার গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করে এমনই বলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা । তিনি এদিন রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর বিশ্বাস ও আস্থা রাখতে আহ্বান রাখেন ৷ তার মতে, এর ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নততর হতে পারে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, আগের তুলনায় বর্তমানে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার বিস্তর উন্নতি হয়েছে। আগে সামান্য অসুস্থ হলেই বাইরে গিয়ে চিকিৎসা করতে হত। কিন্তু বিগত কয়েক বছর ধরে বহিঃরাজ্যে যাওয়ার প্রবণতা অনেকটাই হ্রাস পেয়েছে। কারণ এখন রাজ্যের হাসপাতালগুলিতেও উন্নত মানের চিকিৎসা পরিষেবা মিলছে। জটিল সার্জারিও হাসপাতালগুলিতে হচ্ছে। নতুন ভবনের উদ্বোধন করে তিনি বলেন, এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সুফল পাবেন স্থানীয় মানুষ। এর পরিষেবা নেওয়ার পাশাপাশি সঠিকভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, রাজ্য সরকার আগামীদিনে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (পিএইচসি) থেকে শুরু করে জেলা হাসপাতাল পর্যন্ত সমস্ত হাসপাতালগুলি উন্নয়নের পরিকল্পনা করছে। উন্নততর স্বাস্থ্য পরিষেবা দেওয়াই এর লক্ষ্য। একইসাথে হাসপাতালগুলিতে সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যও আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতাল হচ্ছে মন্দিরের মতো। কাজেই একে ঠিকঠাক রাখার দায়িত্ব সবার। তাই একে আবর্জনা মুক্ত রেখে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে শামিল হতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, স্বাস্থ্য সচিব দেবাশীষ বসু, সমাজ সেবক গৌরাঙ্গ ভৌমিক, হিমানী দেববর্মা, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ।

Dainik Digital

Recent Posts

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

7 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

13 hours ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

1 day ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

1 day ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

1 day ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

1 day ago