রাজ্যের ১৪ জন টিসিএস অফিসার আইএএস পদে নিযুক্তি পেলেন!!

 রাজ্যের ১৪ জন টিসিএস অফিসার আইএএস পদে নিযুক্তি পেলেন!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের
১৪ জন টিসিএস অফিসারকে আইএএস পদে নিযুক্তি দেওয়া হলো। বৃহস্পতিবার এই মর্মে ভারত সরকারের পার্সোনাল অ্যাণ্ড ট্রেনিং মন্ত্রক থেকে সচিব সঞ্জয় কুমার চৌরাশিয়ার স্বাক্ষরিত নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশন জারি হওয়ার সাথে সাথে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারদের মধ্যে বেশ খুশির হাওয়া লক্ষ্য করা যায়।এক সাথে ১৪ জন টিসিএস অফিসারকে আইএএস পদেনিযুক্তি দেওয়া রাজ্যের ইতিহাসে বিরল।ভারত সরকারের বিজ্ঞপ্তি মোতাবেক যে ১৪ জন টিসিএস অফিসার আইএএস পদে নিযুক্তি পেলেন এরা হলেন – দিলীপ কুমার চাকমা,রতন বিশ্বাস, তপন কুমার দাস,রাখী বিশ্বাস, সুইথুফ্রো মগ,কুন্তল দাস, তমাল মজুমদার, নির্মল অধিকারী,মহ: মুসলিম উদ্দিন আহমেদ,শঙ্কর দেবনাথ, উত্তম মণ্ডল, ঊষাজেন মগ,রত্নজিৎ দেববর্মা এবং সঞ্জয় চক্রবর্তী। এই নিযুক্তির ফলে রাজ্য প্রশাসনের শীর্ষ মহলে সচিব পর্যায়ে যে ঘাটতি রয়েছে, তা কিছুটা হলেও নিরসন হবে। এই ঘাটতির কারণেই বর্তমানে এক একজন সচিবকে একাধিক দপ্তরের দায়িত্ব পালন করা হচ্ছে।এতে কাজের গতি যেমন কমে গেছে, তেমনি সচিবদের উপর কাজের চাপও বেশি। এখন কিছুটা হলেও এই সমস্যার নিরসন হবে বলে মনে করা হচ্ছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.