রাজ্যে আইআইএম অথবা আইআইটি স্থাপনের দাবি জানালেন বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :-উচ্চ-শিক্ষা ক্ষেত্রে আরও সুযোগ সম্প্রসারণের জন্য ত্রিপুরায় আইআইএম অথবা আইআইটি স্থাপনের দাবি জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।বৃহস্পতিবার সংসদে এই দাবি উত্থাপন করে সাংসদ শ্রীদেব বলেন, উত্তরপূর্ব রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা একটি ছোট রাজ্য হলেও এখানে সাক্ষরতার হার প্রায় ৯৮ শতাংশ।ফলে ত্রিপুরায় আইআইএম অথবা আইআইটি-এর মতো উচ্চ-শিক্ষার সুযোগ সম্প্রসারিত হলে, শুধু ত্রিপুরাই নয়, উত্তর পূর্বের অন্য রাজ্যগুলির ছাত্র-ছাত্রীরাও দারুণভাবে উপকৃত হবে। সেই সাথে কর্মসংস্থানেরও বড় ধরনের সুযোগ তৈরি হবে। কেননা, ত্রিপুরায় এখনো বড় ধরনের কোনও শিল্প গড়ে উঠেনি। ফলে কর্মসংস্থানের সুযোগ কম। তাই উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং কর্মসংস্থানের লক্ষ্যে ত্রিপুরায় আইআইএম অথবা আইআইটি স্থাপনের দাবি উত্থাপন করেন সাংসদ শ্রীদেব।