রাজ্যে আরও তিনটি ভোক্তা আদালত হচ্ছেঃ মনোজ

এই খবর শেয়ার করুন (Share this news)

ভোক্তাদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকার তৎপর। ক্রেতারা যাতে প্রভাবিত না হন তার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যে নতুন করে আরও তিনটি ভোক্তাস্বার্থ সংরক্ষণ আদালত গঠিত হবে। বর্তমানে আছে চারটি। বক্তব্য রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের। আজ কমলপুর টাউন হলে আয়োজিত এক সভায় তিনি বক্তব্য রাখেন। জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আজই মন্ত্রী জানান, চলতি মাস থেকেই রেশন দোকানে সয়াবিনের মজুত থাকবে। একশ গ্রাম সয়াবিনের মূল্য ষোলো টাকা। উন্নতমানের সয়াবিন প্রয়োজনমতো ভোক্তারা কিনতে পারবেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভোক্তার সংখ্যা দিনের পর দিন পরিবর্তিত হচ্ছে। এই সংখ্যা এখন ব্যাপক। ভোক্তারা যাতে প্রভাবিত না হন তার জন্য প্রচার চলেছে। এখন অনলাইনে ঘরে বসে মানুষ জিনিস পাচ্ছেন। আগে এমন ছিল না। তবে প্রভাবিত হবার সুযোগও আছে। এর বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। রাজ্যে এখনও সচেতনতা কম। তাই ছাত্র যুবকদের এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন। অনলাইনে প্রতারিতরা অভিযোগ জানাতে পারেন। অভিযোগ প্রমাণিত হলে তারা ক্ষতিপূরণ পাবেন। ইতিমধ্যে রাজ্যে বেশকিছু প্রতারণার মামলার নিষ্পত্তি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। স্বাগত ভাষণ দেন দপ্তরের বিশেষ সচিব ড. সন্দীপ এস রাঠোর। বক্তব্য রাখেন ধলাই জেলা ভোক্তাবিরোধ নিষ্পত্তি কমিশনের সদস্য হিরালাল দেববর্মা, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন অমৃতলাল সাহা। সভায় সভাপতিত্ব করেন কমলপুর নগর পঞ্চায়েতের সদস্য প্রশান্ত সিন্হা। উপস্থিত ছিলেন দুর্গা চৌমুহনী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাস, খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, ধলাই জেলা পরিষদের সহ- সভাপতি অনাদি সরকার প্রমুখ। কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন সুব্রত মজুমদার প্রমুখ। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

1 day ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

1 day ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

1 day ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

1 day ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago