অনলাইন প্রতিনিধি:- উদ্যোগটাশুরু হয়েছিল আরও আগে থেকেই। ২০২৩ এর বিধানসভা নির্বাচনেও বর্তমানে শাসকদলের নির্বাচনি প্রচারেও নেতা-নেত্রীদের মুখে মুখে ঘুরেছে, রাজ্যে এইমস স্থাপনের প্রতিশ্রুতি। যার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৫ জানুয়ারী রাজ্য বিধানসভার অধিবেশনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর লিখিত ভাষণে স্থান পেয়েছিল রাজ্যে এইসম নির্মাণ করার প্রসঙ্গে। যেদিন লিখিত ভাষণের ২৫ নম্বর প্যারায় রাজ্যপাল বলেছিলেন, ‘আমার সরকার ২০০ একরের মতো জমি চিহ্নিত করেছে। প্রস্তাবিত এই জমিতে নতুন এইমস নির্মাণ কাজ শুরু করার লক্ষ্যে পরিদর্শন করে তা নিশ্চিত করতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে।’ যদিও লিখিত ভাষণে রাজ্যপাল কোথায় এই জমি চিহ্নিত করেছে? তা উল্লেখ করেননি। কেন না,রাজ্যপালের লিখিত ভাষণে তার উল্লেখ ছিলো না। শুধু এইডস্-এর প্রসঙ্গই নয়, এদিন রাজ্যপাল তাঁর লিখিত ভাষণের একই প্যারাতে উল্লেখিত অপর একটি বিষয়ে বলেছেন, ‘তাছাড়া কেন্দ্রীয় প্রকল্পে ধলাইয়ের জেলা হাসপাতালের সঙ্গে এমবিবিএস কোর্সে ১০০ জন ছাত্রছাত্রী পঠন পাঠন করতে পারে এমন একটি নতুন মেডিকেল কলেজ গড়ে তোলার বিষয়ে প্রস্তাব রয়েছে।এখন প্রশ্ন হচ্ছে, কোথায় এইমস? কোথায় ধলাইয়ে ১০০ আসনের নতুন মেডিকেল কলেজ? জানতে চাইছে রাজ্যবাসী। প্রশ্ন হচ্ছে, রাজ্যে এইমস্ নির্মাণ এবং ধলাইয়ের ১০০ আসনের নতুন মেডিকেল কলেজ গড়ে তোলার বিষয়টি কি প্রস্তাবের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে? এখন পর্যন্ত যতটুকু খবর, কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে এই দুইটি বিষয়ে কোনও ইতিবাচক সাড়া এখনো আসেনি। আদৌ আসবে কিনা? এইনিয়েও যথেষ্ট অনিশ্চিয়তা রয়েছে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বিকল্প প্রস্তাব রাখা হয়েছিল। প্রস্তাবটি হলো, হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালটিকে আপগ্রেড করে এইমস-এর ধাঁচে অথবা মণিপুরের রিমস-এর মতো হাসপাতাল গড়ার। এই প্রস্তাবেও এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও সাড়া আসেনি।
ফলে ডবল ইঞ্জিন সরকারের তকমা সেঁটে যে প্রচার চলছে, তা বারবারই প্রশ্নের মুখে পড়ছে। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভার অধিবেশনে গত ১০ জানুয়ারী ২০২৫ ইং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু যে লিখিত ভাষণ দিয়েছেন, তাতে আর স্থান পায়নি রাজ্যে এইমস নির্মাণ ও ধলাই জেলায় নতুন মেডিকেল কলেজ গড়ার প্রসঙ্গ বিভিন্ন মহলের অভিমত, রাজ্য সরকার সচেতনভাবেই এবার রাজ্যপালের ভাষণ থেকে এইমস নির্মাণ এবং ধলাই মেডিকেল স্থাপনের বিষয়টি ছেঁটে দিয়েছে। তার বদলে রাজ্য সরকারের অন্য পরিকল্পনার প্রসঙ্গ স্থান পেয়েছে রাজ্যপালের ভাষণে।এবার ভাষণের ২৩ নম্বর প্যারায় রাজ্যপাল বলেছেন, ‘আমার সরকার রাজ্যে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনা কবে নাগাদ বাস্তবায়ন হবে? আদৌ হবে কিনা? নাকি এই নতুন পরিকল্পনার ভবিষ্যৎ এইমস এবং ধলাইয়ে মেডিকেল কলেজ গড়ার প্রস্তাবের মতোই হবে? প্রশ্ন উঠছে জনমনে।
অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…
অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…
অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…
শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…
কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…
অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…