অনলাইন প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা শুক্রবার রাজ্যে ডেঙ্গু জ্বরের পরিস্থিতির বর্তমান অবস্থা মূল্যায়নের জন্য একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব সহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য দপ্তর বিষয়টি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ডেঙ্গুর প্রভাব সংক্রান্ত সব দিক পর্যালোচনা করতে শুক্রবার সচিবালয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। পরে সাংবাদিক সম্মেলন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব ডা. দেবাশীষ বসু বলেন, মুখ্যমন্ত্রী ডেঙ্গু সম্পর্কিত বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করেছেন, মুখ্যসচিব জে কে সিন্হাও বৈঠকে উপস্থিত ছিলেন। ডা. বসু বলেন, ধনপুরে ১৩ জুলাই থেকে ডেঙ্গু জ্বর রিপোর্ট করা হয়েছে এবং এই ঘটনাগুলিকে বাংলাদেশ থেকে স্থানান্তরিত কেস বলে সন্দেহ করা হচ্ছে। তারপর থেকে স্বাস্থ্য দপ্তর আরও বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য দপ্তর ডাক্তারদের মোতায়েন করেছে। ধনপুরে প্যারামেডিক্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্রচেষ্টা জোরদার করেছে। গর্ভবতী মহিলাদের দেখাশোনা করার জন্য একজন গাইনিকোলজিস্টকে নিযুক্ত করা হয়েছে।এক আগষ্ট পর্যন্ত আনুমানিক ১৫৭ টি নিশ্চিত ডেঙ্গুর ঘটনা এসেছে। যার মধ্যে গত দুদিনে ৪১টি কেস রিপোর্ট করা হয়েছে। ৩৫ জন রোগীকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন রোগী আইসিইউতে রয়েছেন।’ ডা. বসু আরও জানান, জিবি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট নিজে রোগী ও তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলার জন্য হাসপাতাল পরিদর্শন করেছেন। স্বাস্থ্য সচিব জানান, দপ্তরের কাছে পনেরশোটিরও বেশি ELISA কিট সহ পর্যাপ্ত রসদ রয়েছে। আরও ELISA কিট তৈরি করার জন্য এনএইচএম থেকে দুই লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলিও যথেষ্ট পরিমাণ রয়েছে বলেও স্বাস্থ্য সচিব জানান। তিনি আরও বলেন, স্বাস্থ্য দপ্তর বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। যেমন ব্যাপক কুয়াশা এবং সঞ্চিত জল পরিষ্কার করার জন্য আসন্ন রবিবারকে শুষ্ক দিবস হিসেবে ঘোষণা করা। উপরন্তু, ধনপুরে বর্ধিত সংখ্যক হেলথ টিম মোতায়েন করা হয়েছে।
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…