রাজ্যে নারিকেল চাষ ও আন্তর্জাতিক নার্সারি স্থাপনে উদ্যোগঃ কৃষিমন্ত্রী

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো উত্তর-পূর্ব নারকেল চাষি সম্মেলন।শুক্রবার রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। সম্মেলনে রাজ্যে নারিকেলের বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নারিকেল চাষের উপর গুরুত্বারোপ করেন কৃষিমন্ত্রী।এদিন সম্মেলনে প্রায় সাত শতাধিক নারিকেল চাষি অংশগ্রহণ করেন।সম্মেলনের উদ্বোধন করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ আরও বলেন,বিশ্বে নারিকেল উৎপাদনে ইন্দোনেশিয়ার পর ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। নারিকেল ও নারিকেল গাছের সমস্ত কিছুই দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন প্রয়োজনে লাগে। তাই নারিকেল গাছকে কল্পবৃক্ষ বলা হয়। তিনি আরও জানান,একটি সার্ভে অনুযায়ী এক হেক্টর নারিকেল বাগান তৈরিতে প্রায়১লক্ষ১৫ হাজার টাকা ব্যয় হয়। কিন্তু এর থেকে আয় হয় প্রায় ৪ লক্ষ ১০ হাজার টাকা।দক্ষিণ ত্রিপুরার হিচাছড়ায় ২২ হেক্টর জমিতে নারিকেল উন্নয়ন পর্ষদের নার্সারি থেকে চলতি বছর হতে প্রায় ১ লক্ষ ২০ হাজার নারিকেলের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। তাছাড়া ত্রিপুরা উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের উদ্যোগে একটি আঞ্চলিক নারিকেল নার্সারি স্থাপন করারও উদ্যোগ নেওয়া হবে।সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ বলেন, গত পাঁচ বছরে বহি:রাজ্য এবং বিদেশে ১,৭৯৯ মেট্রিকটন বেল, ২৩৫ মেট্রিকটন তেঁতুল,১৯ মেট্রিকটন পান,৬০২ মেট্রিকটন আদা,১০,০৮৭মেট্রিকটন আনারস, ৪.৪০ মেট্রিকটন কাঁঠাল রপ্তানি করা হয়েছে। ফলে রাজ্যের আয় হয়েছে ১৮ কোটি টাকা। রাজ্যের কৃষি দপ্তরের গত পাঁচ বছরের সাফল্যের খতিয়ান দিতে গিয়ে শ্রীনাথ বলেন, গত পাঁচ বছরে কৃষকদের সার ও বীজের ভর্তুকি দেওয়ার জন্য ৪১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয় হয়, কৃষক সম্মাননিধি যোজনায় রাজ্যে ২ লক্ষ ৪৩ হাজার ৯৯৩ জন কৃষককে প্রতি বছর৬হাজার টাকা করে দেওয়া হয়। এতে এখন পর্যন্ত ৫৫৩ কোটি টাকা কৃষকদের দেওয়া হয়েছে।এই যোজনায় রাজ্য সরকার কৃষকদের ছয় হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রচেষ্টা নিয়েছে।এতে রাজ্য সরকারের প্রত্যেক বছর ৪৯ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয় হবে। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার প্রিমিয়াম দেওয়ার জন্য গত তিন বছরে রাজ্য সরকারের ব্যয় হয়েছে ২০ কোটি ৮৩ লক্ষ টাকা। এক্ষেত্রে কৃষকরা ক্ষতিপূরণ পেয়েছেন ৬ কোটি ৯ লক্ষ টাকা। বর্তমান সরকার আগামী দিনগুলিতে রাজ্যের কৃষকদের কাছ থেকে ৫০ হাজার মেট্রিকটন ধান সহায়ক মূল্যে ক্রয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে।গত পাঁচ বছরে রাজ্যের কৃষকদের ১ হাজার ৫৩০ কোটি টাকা কিষান ক্রেডিট কার্ডে ঋণ দেওয়া হয়েছে। রাজ্যে ৩২টি কৃষক বন্ধু কেন্দ্র গড়ে তোলা হয়েছে।১লক্ষ ৫০ হাজার ৫৪৬ টি সয়েল হেলথ কার্ড,২৮ হাজার ৮০০ জন কৃষককে ১৬৫ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে। বর্গাদার কৃষকদের বাৎসরিক তিন হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নিচ্ছে বর্তমান সরকার। এর ফলে রাজ্য সরকারের ব্যয় হবে ৩৩ কোটি ৭০ লক্ষ টাকা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, বর্তমানে রাজ্যে প্রায় ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে নারিকেল চাষ করা হচ্ছে। আগামী পাঁচ বছরে আরও ৫০০ হেক্টর জমি নারিকেল চাষের আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে।

Dainik Digital

Recent Posts

উচ্চশিক্ষার গতিভঙ্গ!!

গত জুলাইয়ে,তৃতীয় নরেন্দ্র মোদি সরকারের প্রথম তথা সর্বশেষ সংসদ অধিবেশনে, লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয়…

27 mins ago

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা!!

অনলাইন প্রতিনিধি :-গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। জানা গিয়েছে ভুলবশতই তাঁর নিজের বন্দুক থেকে…

43 mins ago

রাজধানীতে সিপিএমের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য বিদ্যুৎ নিগম ও দপ্তরের পরিকাঠামো তলানিতে এসে ঠেকেছে।এই কারণে,রাজ্যে ৪০ শতাংশ গ্রাহকের…

49 mins ago

ভোক্তাদের পকেট কেটে চিনি, সুজি, ময়দা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে বিনামূল্যে চিনি, সুজি,ময়দা দেওয়ার নামে সস্তা রাজনীতি করতে গিয়ে লেজেগোবরে হয়েছে বিজেপি…

2 hours ago

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে হার্টের ক্ষতি হয়!!

অনলাইন প্রতিনিধি :-ডায়াবেটিসের রোগী এখন প্রায় ঘরে ঘরেই। জীবনযাপনে পরিবর্তন আনার মাধ্যমে সহজেই এই রোগ…

2 hours ago

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

1 day ago