রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধের আর্জি জানালো ক্লাব ফোরাম

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ জিরো পোস্ট পোল ভায়োলেন্স-কে সামনে রেখে সোমবার রাজধানীর মুক্তধারা হলে বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চস্তরীয় নেতৃত্ব সহ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় আগরতলা ক্লাব ফোরামের উদ্যোগে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, তৃণমূল প্রদেশ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, সদর এসডিপিও অজয় কুমার দাস, সিআরপিএফ আধিকারিক অজয় শেখর সহ ফোরামের সমস্ত সদস্যরা।

এদিনের এই আলোচনা সভার মূল স্লোগান ছিল- ‘রাজনীতি যার যার, রাজ্যটা সবার।’
উক্ত সভায় বক্তব্য রাখেন, আগরতলা ক্লাব ফোরামের সভাপতি প্রণব সরকার, ক্লাব ফোরামের সম্পাদক সেবক ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, এসডিপিও অজয় কুমার দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই একই সুরে কথা বললেন। প্রত্যেকেই নিজের বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক দলের নেতৃত্বদের পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদের রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান। নির্বাচন যেমন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ঠিক সেভাবেই যেন গণনার আগে, গণনার দিন এবং গণনার পরেও যেন একইভাবে শান্তি বজায় থাকে এই আহবান রাখেন সকলেই।

পাশাপাশি এদিন নিজের বক্তব্যের মধ্য দিয়ে সকলেই এসডিপিও অজয় কুমার দাসের প্রশংসায় পঞ্চমুখ হন। এসডিপিও-র সক্রিয় ভূমিকা পালনে সকলেই সন্তোষ প্রকাশ করেন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র শ্রী মজুমদার বলেন, বর্তমান সরকার প্রশাসনকে মুক্ত হস্তে কাজ করার সুযোগ করে দিয়েছে। তাই প্রশাসনও কাজ করার অধিকার পেয়েছে যার ফলস্বরূপ এই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে রাজ্যে।
পাশাপাশি এদিন রাজ্যের সকল অংশের মানুষের কাছে রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখার দাবি জানান তিনি।

এছাড়াও এদিন বক্তব্য রাখতে গিয়ে সদর এসডিপিও অজয় কুমার দাস আবারও কড়া ভাষায় স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যদি কেউ কোনো ধরনের অশান্তিমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। যেকোনো ধরনের সমস্যার মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী।
আগরতলা ক্লাব ফোরামের এধরনের বিশেষ উদ্যোগের ভূয়সী প্রশংসা করছে বিভিন্ন মহল।

Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

13 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

17 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

19 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

20 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

21 hours ago