অনলাইন প্রতিনিধি :- বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে দুদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই আলোকচিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবারের প্রদর্শনীর বিষয় হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম। আলোকচিত্র প্রদর্শনীতে রাজ্যের ফটো জার্নালিস্টদের তোলা ছবি প্রদর্শিত হয়েছে। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা বলেন, রাজ্য সরকার পর্যটনের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়েছে। গত বছর প্রচুর সংখ্যক পর্যটক রাজ্যে এসেছেন ।এদের মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। পর্যটনকে প্রাধান্য দিয়ে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক এ ধরনের আলোকচিত্র
প্রদর্শনীর আয়োজন করায় মুখ্যমন্ত্রী উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন।মুখ্যমন্ত্রী বলেন, ছবি সব সময় কথা বলে। তার কোনও ব্যাখ্যার প্রয়োজন হয় না। ফটোগ্রাফির মাধ্যমে মানুষকে আবেদন জানানো যায়। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রদর্শিত ফটোগুলি সামাজিক মাধ্যমে তুলে ধরা হলে দেশ বিদেশের পর্যটকরা রাজ্যে ভ্রমণের জন্য আরও বেশি আকৃষ্ট হবেন। মুখ্যমন্ত্রী প্রদর্শিত ছবিগুলি ঘুরে দেখেন। তিনি নিজের হাতে ক্যামেরা তুলে নিয়ে বেশ কিছু ছবি তুলেন। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনীর অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে, ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রলয়জিৎ পাল, সম্পাদক অভিষেক সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…