অনলাইন প্রতিনিধি :-অন্নপ্রাশন থেকে বিবাহ , পুজো পার্বন থেকে শ্রাদ্ধানুষ্টান। এমনকি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পান একটি অপরিহার্য বস্তু। পান ছাড়া কিছু ভাবাই যায়না। পান ছাড়া অনেক রীতি নিয়ম পর্যন্ত সম্পূর্ণ হয়না। বাড়িতে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে, আড্ডার আসার সবেতেই পান অপরিহার্য। পান কে ঘিরে নানা সামাজিক অনুষ্ঠান যেমন রয়েছে, তেমনি পান সনাতন ধর্মে মঙ্গলের প্রতিক হিসাবেও ব্যবহার হয়। বিবাহ অনুষ্ঠানে পানেখিলি একটি অন্যতম সামাজিক অনুষ্ঠান ও রীতি। আজকাল সামাজিক অনুষ্ঠানে সাজানো পানের বাটা কিংবা পানের খিলি তৈরি করে দেওয়ার লোক না থাকলে সমগ্র অনুষ্ঠানটিই প্রশ্নের সম্মুখীন হয়। অনুষ্ঠান বাড়িতে পান রসিকদের রসনা তৃপ্তির জন্য পানের সুব্যবস্হা রাখতেই হয়। গ্রাম থেকে শহর, সর্বত্রই রয়েছে পানের দোকান। বাজারে কত রকমের পান রয়েছে, সাঁচি পান, বাংলা পান, ফায়ার পান, ক্রীম পান, বেনারসি পান, আরও কত কি। কিন্তু মূল কথা হচ্ছে, এই পানের চাহিদা মিটাতে যারা রাতদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে চলেছেন, সেই পান চাষীদের খোঁজ কি আমরা রাখছি? কেমন আছে রাজ্যের পান চাষীরা? খবর নিয়ে জানাগেছে, ভালো নেই রাজ্যের পান চাষীরা। নানা সমস্যায় তারা জর্জরিত। কেউ নেই তাদের দিকে চোখ তুলে তাকাবার। সরকারি সাহায্য তো দূরের কথা, তাদের দুঃখের কাহিনী শোনারও কেউ নেই। রোদ, বৃষ্টি, খড়া,তুফান সব প্রতিকূল পরিস্থিতির সাথে যুদ্ধ করে কোনও রকম পরিবার প্রতিপালন করে চলেছেন। রাজ্যের অবিভক্ত দক্ষিণ জেলায় সবথেকে বেশি পানের চাষ হয়। তারা চাইছেন একটু সরকারি সহায়তা।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…