Categories: খেলা

রাজ্যে প্রহসনে পরিণত হওয়ার সম্ভাবনা

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের পরিকল্পনাহীন কাজকর্ম ও কিছু ভুল সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে অনূর্ধ্ব ১৪ , ১৭ ও ১৯ বয়স গ্রুপে স্কুল স্তরে অ্যাথলেটিক্স , জুডো ও সুইমিং তিন ইভেন্টে যে খেলাধুলা চলছে তা রীতিমতো প্রহসনে পরিণত হবার সম্ভাবনা দেখা দিয়েছে । সেই সাথে এই খেলাধুলা আয়োজনে সরকারী কোষাগারের যে প্রায় পনেরো লক্ষ টাকা খরচ করা হচ্ছে তাও কার্যত জলে যাচ্ছে । খবরে প্রকাশ , রাজ্যে ব্লক স্তরের প্রতিযোগিতা শেষ হবার আগে ন্যূনতম সময় না দিয়ে এবার জেলা ও রাজ্য আসরের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে ক্রীড়া দপ্তর । রাজ্যের বিভিন্ন ব্লক , মহকুমা ও জেলা স্কুল স্পোর্টস বোর্ডের কমিটির সাথে কোন রকম যোগাযোগ ও কথা না বলেই ক্রীড়া দপ্তর জেলা ও তার পাশাপাশি রাজ্য আসরের দিনক্ষণ ঘোষণা করে বসেছে । গত দুদিন আগেই হঠাৎ ক্রীড়া দপ্তর এক আদেশ জারি করে বলেছে যে , আগামী ২১-২৩ সেপ্টেম্বর এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট তিন ইভেন্টের রাজ্য আসর হচ্ছে । ধলাই জেলার কমলপুরে অ্যাথলেটিক্স , উত্তর জেলার পানিসাগরের জুডো ও সিপাহিজলা জেলার সোনামুড়াতে সুইমিংয়ের রাজ্য আসর হবে । তবে ব্লক স্তরের প্রতিযোগিতা শেষ না করতেই তড়িঘড়ি জেলা ও রাজ্যভিত্তিক খেলাধুলা আয়োজনের বিষয়ে ক্রীড়া দপ্তরের এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্যের ব্লক , মহকুমা ও জেলা স্কুল স্পোর্টস বোর্ডের কমিটির দায়িত্ব প্রাপ্তরা বেজায় ক্ষুব্ধ । কেননা ক্রীড়া দপ্তরের তরফে প্রথমেই বলা হয়েছিল যে আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট তিন ইভেন্টে ব্লক স্তরের প্রতিযোগিতা শেষ করতে হবে । যার কারণে বিভিন্ন ব্লক স্কুল স্পোর্টস বোর্ড তাদের সুবিধামতো ব্লক স্তরের প্রতিযোগিতা করে নিচ্ছে । রাজ্যের বেশির ভাগ ব্লক ২৯ আগষ্ট এবং তারপর ব্লক স্তরের প্রতিযোগিতা শুরু করেছে । তবে এখন পর্যন্ত যা খবর , রাজ্যের অধিকাংশ ব্লক স্তরে এখনও প্রতিযোগিতা শুরু হয়নি । আবার অনেক জায়গায় চলছে । তা শেষ হয়নি । এই অবস্থায় যেখানে সিংহভাগ ব্লক স্তরে এখনও খেলা শেষ হয়নি সেই জায়গায় ক্রীড়া দপ্তর হঠাৎ নোটিশ জারি করে ন্যূনতম সময় না দিয়ে তিন ইভেন্টের রাজ্য আসরের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে । ক্রীড়া দপ্তরের এই নোটিশ হাতে পেয়ে ব্লক , মহকুমা ও জেলা স্কুল স্পোর্টস বোর্ডের কমিটির দায়িত্বপ্রাপ্তদের কার্যত দিশাহারা অবস্থা । জানা গেছে , ক্রীড়া দপ্তরের নোটিশ হাতে পেয়ে পশ্চিম জেলা সহ বিভিন্ন জেলার অন্তর্গত ব্লক ও মহকুমা স্কুল স্পোর্টস বোর্ড কমিটিগুলো তড়িঘড়ি বৈঠক ডেকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে । ক্রীড়া দপ্তরের নির্দেশ মেনে ব্লক স্তরের প্রতিযোগিতা শেষ করার পর এত কম সময়ের মধ্যে মহকুমা ও জেলা স্তরের প্রতিযোগিতায় টিমের অংশগ্রহণ করানো ও প্রস্তুতি দুটো কাজ কীভাবে শেষ করা হবে তা বুঝে উঠতে পারছে না অনেকেই । এর মধ্যে অনেকেরই বক্তব্য যে পনেরো সেপ্টেম্বর ব্লক স্তরের প্রতিযোগিতা শেষ হচ্ছে তারপর কুড়ি সেপ্টেম্বর একদিনে তিন ইভেন্টে জেলা স্তরের প্রতিযোগিতা হবে । একই দিনে তিন ইভেন্টের জেলা আসর আয়োজন করার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে বলে অনেকেই মনে করছেন । এর মধ্যে আবার মহকুমাস্তরের প্রতিযোগিতা রয়েছে । মহকুমাস্তরের খেলাধুলার জন্যও তেমন একটা সময় নেই । সতেরো সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর জন্য সরকারী ছুটি । ওই দিন স্কুলও বন্ধ থাকছে । ফলে জেলা আসরের আগে মাঝে মাত্র দুটো দিন সময় মিলবে । এই কম সময়ের মধ্যে মহকুমাস্তরের প্রতিযোগিতা শেষ করতে না করতেই আবার জেলা আসরে অংশগ্রহণের প্রস্তুতি সারতে হবে । এর মধ্যে ঠিক একই সময়ে আগামী দশ সেপ্টেম্বর থেকে রাজ্য সাংসদ খেল প্রতিযোগিতা শুরু হচ্ছে । যেখানে ফুটবল , কাবাডি ও ভলিবল তিন ইভেন্টের প্রতিযোগিতা হচ্ছে । ১০-২৩ সেপ্টেম্বর এই সময়ের মধ্যে মহকুমা , জেলা ও রাজ্য আসরের প্রতিযোগিতা চলবে । এ ক্ষেত্রে দুটো আসর এক সাথে হওয়ার কারণে আরও সমস্যা দেখা দিয়েছে ।

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

19 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

19 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago