Categories: খেলা

রাজ্যে প্রহসনে পরিণত হওয়ার সম্ভাবনা

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের পরিকল্পনাহীন কাজকর্ম ও কিছু ভুল সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে অনূর্ধ্ব ১৪ , ১৭ ও ১৯ বয়স গ্রুপে স্কুল স্তরে অ্যাথলেটিক্স , জুডো ও সুইমিং তিন ইভেন্টে যে খেলাধুলা চলছে তা রীতিমতো প্রহসনে পরিণত হবার সম্ভাবনা দেখা দিয়েছে । সেই সাথে এই খেলাধুলা আয়োজনে সরকারী কোষাগারের যে প্রায় পনেরো লক্ষ টাকা খরচ করা হচ্ছে তাও কার্যত জলে যাচ্ছে । খবরে প্রকাশ , রাজ্যে ব্লক স্তরের প্রতিযোগিতা শেষ হবার আগে ন্যূনতম সময় না দিয়ে এবার জেলা ও রাজ্য আসরের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে ক্রীড়া দপ্তর । রাজ্যের বিভিন্ন ব্লক , মহকুমা ও জেলা স্কুল স্পোর্টস বোর্ডের কমিটির সাথে কোন রকম যোগাযোগ ও কথা না বলেই ক্রীড়া দপ্তর জেলা ও তার পাশাপাশি রাজ্য আসরের দিনক্ষণ ঘোষণা করে বসেছে । গত দুদিন আগেই হঠাৎ ক্রীড়া দপ্তর এক আদেশ জারি করে বলেছে যে , আগামী ২১-২৩ সেপ্টেম্বর এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট তিন ইভেন্টের রাজ্য আসর হচ্ছে । ধলাই জেলার কমলপুরে অ্যাথলেটিক্স , উত্তর জেলার পানিসাগরের জুডো ও সিপাহিজলা জেলার সোনামুড়াতে সুইমিংয়ের রাজ্য আসর হবে । তবে ব্লক স্তরের প্রতিযোগিতা শেষ না করতেই তড়িঘড়ি জেলা ও রাজ্যভিত্তিক খেলাধুলা আয়োজনের বিষয়ে ক্রীড়া দপ্তরের এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্যের ব্লক , মহকুমা ও জেলা স্কুল স্পোর্টস বোর্ডের কমিটির দায়িত্ব প্রাপ্তরা বেজায় ক্ষুব্ধ । কেননা ক্রীড়া দপ্তরের তরফে প্রথমেই বলা হয়েছিল যে আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট তিন ইভেন্টে ব্লক স্তরের প্রতিযোগিতা শেষ করতে হবে । যার কারণে বিভিন্ন ব্লক স্কুল স্পোর্টস বোর্ড তাদের সুবিধামতো ব্লক স্তরের প্রতিযোগিতা করে নিচ্ছে । রাজ্যের বেশির ভাগ ব্লক ২৯ আগষ্ট এবং তারপর ব্লক স্তরের প্রতিযোগিতা শুরু করেছে । তবে এখন পর্যন্ত যা খবর , রাজ্যের অধিকাংশ ব্লক স্তরে এখনও প্রতিযোগিতা শুরু হয়নি । আবার অনেক জায়গায় চলছে । তা শেষ হয়নি । এই অবস্থায় যেখানে সিংহভাগ ব্লক স্তরে এখনও খেলা শেষ হয়নি সেই জায়গায় ক্রীড়া দপ্তর হঠাৎ নোটিশ জারি করে ন্যূনতম সময় না দিয়ে তিন ইভেন্টের রাজ্য আসরের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে । ক্রীড়া দপ্তরের এই নোটিশ হাতে পেয়ে ব্লক , মহকুমা ও জেলা স্কুল স্পোর্টস বোর্ডের কমিটির দায়িত্বপ্রাপ্তদের কার্যত দিশাহারা অবস্থা । জানা গেছে , ক্রীড়া দপ্তরের নোটিশ হাতে পেয়ে পশ্চিম জেলা সহ বিভিন্ন জেলার অন্তর্গত ব্লক ও মহকুমা স্কুল স্পোর্টস বোর্ড কমিটিগুলো তড়িঘড়ি বৈঠক ডেকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে । ক্রীড়া দপ্তরের নির্দেশ মেনে ব্লক স্তরের প্রতিযোগিতা শেষ করার পর এত কম সময়ের মধ্যে মহকুমা ও জেলা স্তরের প্রতিযোগিতায় টিমের অংশগ্রহণ করানো ও প্রস্তুতি দুটো কাজ কীভাবে শেষ করা হবে তা বুঝে উঠতে পারছে না অনেকেই । এর মধ্যে অনেকেরই বক্তব্য যে পনেরো সেপ্টেম্বর ব্লক স্তরের প্রতিযোগিতা শেষ হচ্ছে তারপর কুড়ি সেপ্টেম্বর একদিনে তিন ইভেন্টে জেলা স্তরের প্রতিযোগিতা হবে । একই দিনে তিন ইভেন্টের জেলা আসর আয়োজন করার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে বলে অনেকেই মনে করছেন । এর মধ্যে আবার মহকুমাস্তরের প্রতিযোগিতা রয়েছে । মহকুমাস্তরের খেলাধুলার জন্যও তেমন একটা সময় নেই । সতেরো সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর জন্য সরকারী ছুটি । ওই দিন স্কুলও বন্ধ থাকছে । ফলে জেলা আসরের আগে মাঝে মাত্র দুটো দিন সময় মিলবে । এই কম সময়ের মধ্যে মহকুমাস্তরের প্রতিযোগিতা শেষ করতে না করতেই আবার জেলা আসরে অংশগ্রহণের প্রস্তুতি সারতে হবে । এর মধ্যে ঠিক একই সময়ে আগামী দশ সেপ্টেম্বর থেকে রাজ্য সাংসদ খেল প্রতিযোগিতা শুরু হচ্ছে । যেখানে ফুটবল , কাবাডি ও ভলিবল তিন ইভেন্টের প্রতিযোগিতা হচ্ছে । ১০-২৩ সেপ্টেম্বর এই সময়ের মধ্যে মহকুমা , জেলা ও রাজ্য আসরের প্রতিযোগিতা চলবে । এ ক্ষেত্রে দুটো আসর এক সাথে হওয়ার কারণে আরও সমস্যা দেখা দিয়েছে ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

19 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

20 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

20 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

20 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

20 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

20 hours ago