নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!
রাজ্যে ফের অশান্তি বাধানের চক্রান্ত ফাঁস!!

অনলাইন প্রতিনিধি :-তিপ্রামথার ১২ ঘন্টা এডিসি এলাকা ধর্মঘটকে কেন্দ্র করে রাজ্যে ফের পরিকল্পিত ভাবে অশান্তি পাকানোর চক্রান্ত ফাঁস হলো।

শনিবার বড়মুড়া সাধুপাড়া এলাকায় তিপ্রামথার পিকেটিং ও জমায়েত থেকে উদ্ধার করা হয় তাজা বোমা। আরেকটি বোমা বিস্ফোরণে উত্তপ্ত হয়ে উঠে বড়মুড়া পাহাড়। ঘটনাস্হলে পৌঁছায় বিশাল নিরাপত্তা বাহিনী ও বোমস্কোয়াড।