মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, বন্ধ ইন্টারনেট,, কার্ফু জারি!!
রাজ্যে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা: মুখ্যমন্ত্রী
অনলাইন প্রতিনিধি :-আজ ১লা ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস।১৯৮৮ সালের ১ ডিসেম্বর প্রথম বিশ্ব এইডস দিবস পালন করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।এইচআইভি থেকে সৃষ্ট এইডস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এবং এই রোগে আক্রান্তদের সহায়তা করার জন্য প্রতি বছর এই দিনটি পালন করা হয়।এই রোগ সম্পর্কে যথেষ্ট সচেতনতা বাড়ানোর পরেও, বিশ্বজুড়ে এখনও এইচআইভি এইডসকে নির্মূল করা সম্ভব হয়নি।এখনও দাপিয়ে বেড়াচ্ছে এই রোগ।রাজ্যেও দিনের পর দিন বেড়েই চলেছে এইডস আক্রান্তের সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত ৫২৫৯ জন এইডস আক্রান্ত রোগী রয়েছে।
শুক্রবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে একটি সচেতনতা মূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। উমাকান্ত মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিংকু রায় মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা সহ অন্যান্যদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর শোভাযাত্রাটি শুরু হয়। উমাকান্ত মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় উমাকান্ত মাঠে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা।