রাজ্যে বিশেষ লোক আদালত!!

 রাজ্যে বিশেষ লোক আদালত!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রবিবার রাজ্যের জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গনে
ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে


বিশেষ লোক আদালতের আয়োজন করা হয় । মোট ৩৩ টি বেঞ্চে এই লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে । নিষ্পত্তির জন্য তোলা হয় মোট ২২ হাজার ৮৮৯ টি মামলা। এর মধ্যে এমভি অ্যাক্টে ১১ হাজার ৬৪৫টি মামলা, ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাক্টে ২০২৩টি মামলা, ত্রিপুরা এক্সাইস অ্যাক্টে ৬৮৬ টি মামলা, গার্হস্থ হিংসা থেকে মহিলাদের সুরক্ষা সংক্রান্ত আইনে ৯ টি মামলা, ত্রিপুরা পুলিশ অ্যাক্টে ৮০৮৭ টি মামলা, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্টে ০১ টি মামলা, ক্ৰয়েল্টি টু অ্যানিমেল অ্যাক্টে ৬ টি মামলা,

চেক বাউন্স (এনআই অ্যাক্ট) সংক্রান্ত ৮৩ টি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত ৩৪ টি মামলা এবং মীমাংসাযোগ্য ফৌজদারি ধারার ৩১৫ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এই ব্যাপারে বিস্তারিত জানান ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচী দত্ত পুরকায়স্থ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.