রাজ্যে মাছের চাহিদা মেটাতে লক্ষ্য স্থির করে দিলেন মন্ত্রী

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || রাজ্যে মাছের ঘাটতি মেটাতে উৎপাদনের উপর বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে চলেছে রাজ্য মৎস্য দপ্তর। এই পরিকল্পনা রূপায়ণে তিন মাস করে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। সেই সাথে দপ্তরের সচিব থেকে শুরু করে অধিকর্তা, উপ- অধিকর্তা এবং সহকারী অধিকর্তা, পর্যন্ত সকল কর্মীদের ফিল্ড ভিজিট বাধ্যতামূলক করা হয়েছে। যেসব অফিসার, কর্মচারী দায়িত্ব নিয়ে ভালো কাজ করবেন, তাদের যেমন পুরস্কৃত করা হবে, তেমনি যারা কাজ করবেন না তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ারও স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


যে করেই হোক, রাজ্যে মাছের চাহিদা মেটাতে বহিঃরাজ্যের উপর নির্ভরতা কমিয়ে আনতে হবে । চাহিদা ও রোজগারের কথা মাথায় রেখে মৎস্য চাষে উৎসাহী করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।উল্লেখ্য, দ্বিতীয় বিজেপি-আইপিএফটি সরকারের মৎস্য দপ্তরের নয়া মন্ত্রীর র দায়িত্ব পেয়েছেন সুধাংশু দাস।



দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার গোর্খাবস্তি মৎস্য দপ্তরের প্রধান কার্যালয়ে দপ্তরের সমস্ত আমলা ও শীর্ষ আধিকারিকদের নিয়ে প্রথম পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে মৎস্য দপ্তরের যাবতীয় কাজকর্ম থেকে শুরু করে বর্তমানে রাজ্যে মাছের চাহিদা কত? নিজস্ব উৎপাদন কী পরিমাণ? ঘাটতি কতটা রয়েছে? মৎস্য চাষে দপ্তরের ভূমিকা কতটা ইতিবাচক ? সমস্যা কোথায় আছে? সমস্যা থাকলে, সমস্যার কারণ কী? দপ্তরের আধিকারিকদের ভূমিকা কী? ইত্যাদি নানা বিষয়ে খোঁজ খবর নিয়েছেন এবং যাবতীয় বিষয়ে অবহিত হয়েছেন।



জানা গেছে, বর্তমানে রাজ্যে মাথাপিছু মাছের চাহিদা নির্ধারণ করা হয়েছে বছরে ২৬ কেজি। বর্তমানে রাজ্যে মাথাপিছু মাছের উৎপাদন হয় বছরে ১৭ থেকে ১৮ কেজি। ঘাটতি মেটানো হয় বহিঃরাজ্যের আমদানি করা মাছে। বৈঠকশেষে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান, বর্তমানে মাছের যে ঘাটতি রয়েছে তা মেটাতে মৎস্য উৎপাদনে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। প্রথমত, তিন মাস করে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। অফিসারদের স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ঘরে বসে তথ্য প্রদানের দিন শেষ। প্রত্যেক অফিসার এবং আধিকারিকদের এবার থেকে ফিল্ড ভিজিট করতে হবে। মৎস্য চাষ ও মাছের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকারী এবং বেসরকারী উভয় ক্ষেত্রেই মৎস্য চাষের উপর গুরুত্ব দিতে হবে। বহিঃরাজ্যের উপর নির্ভরতা কমিয়ে আনতে সব ধরনের উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, যারা দায়িত্ব নিয়ে আন্তরিকভাবে কাজ করবেন তাদের সরকার পুরস্কৃত করবে। আর যারা কাজ করবেন না তাদের বরখাস্ত করতে সরকার দ্বিধা করবে না ।

Dainik Digital

Recent Posts

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

44 seconds ago

শিক্ষক সংকটে ধুঁকছে স্কুল,তলানিতে ছাত্র সংখ্যা।।

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব সংকটে। সরকারী স্কুলগুলিতে নিয়মিত পড়াশোনা হচ্ছে না। গত ১০…

3 mins ago

২ ঘণ্টায় ৮৩টি ডাকাতি, ৪৮ ঘণ্টায় ৭৩টি ‘ধর্ষণ!!

অনলাইন প্রতিনিধি :-লাগাতার চুরি, ছিনতাই। মহিলারাও কোনোভাবে সুরক্ষিত নন। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে…

6 mins ago

টুরিস্ট হাব হচ্ছে রাজ্যের সর্বোচ্চ গিরিশৃঙ্গ জম্পুইর বেথেলিয়ানশিপে!!

অনলাইন প্রতিনিধি :-জম্পুই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে পর্যটকরা মুগ্ধ হচ্ছে। স্বাভাবিকভাবে এ সৌন্দর্যের লীলাভূমি…

13 mins ago

সুড়ঙ্গে আটক ৮ শ্রমিকের উদ্ধারকাজে এবার এল ‘টিম সিলকিয়ারা’!!

অনলাইন প্রতিনিধি :-আট শ্রমিক উদ্ধার করাই চ্যালেঞ্জের ব্যাপার ছিল।এখন লড়াইটা সময়ের সাথে। তেলঙ্গানায় ধসে পড়া…

16 mins ago

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

23 hours ago