রাজ্য জুড়ে রেমেলের ব্যাপক প্রভাব!
অনলাইন প্রতিনিধি :-গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমার তেলিয়ামুড়া শহর সহ বিভিন্ন জায়গায় সোমবার বিকালের পর থেকেই বারিধারা অব্যাহত। স্বাভাবিকভাবেই জনজীবন বিপর্যস্ত। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সাইড ওয়াল ভেঙ্গে পড়ে । জানা গেছে সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকালে মহকুমা হাসপাতালে সামনের দিকের সাইড ওয়াল ভেঙ্গে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে,, বিভিন্নভাবে আউট লাইনের মুখ বন্ধ থাকার ফলে এবং কতৃপক্ষ সঠিক সময়ে সঠিক ব্যাবস্থা গ্রহণ করেনি বলেই হঠাৎ করে এই সাইড ওয়ালটি ভেঙ্গে পড়ে।
এদিকে তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নিতীন কুমার সাহা সরাসরি অভিযোগ করে বলেন,, ২০১৭ সালে রাজ্যের তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল মহকুমা হাসপাতাল। আর এই হাসপাতাল নির্মাণে প্রবল দুর্নীতি হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। সেই নির্মাণ কাজের সাত বছর অতিক্রান্ত হতে না হতেই ভেঙ্গে গেল বাউন্ডারি ওয়াল, ফলে মহকুমা হাসপাতাল নির্মাণের কাজ নিয়ে প্রশ্ন উঠছে।