রাজ্য পুলিশের ৩৩ জন আইপিএস টিপিএস অফিসারের রদবদল!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্য
পুলিশের ৩৩ জন আইপিএস এবং টিপিএস অফিসারকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।প্রশিক্ষণশেষে রাজ্যে ফিরে আসা আইপিএস অফিসার আয়ুষ শ্রীবাস্তবকে কমলপুর এসডিপিও পদে পোস্টিং দেওয়া হয়েছে। কমলপুরের এসডিপিও স্নেহাশীষ কুমার দেবকে জম্পুইজলার এসডিপিও পদে বদলি করা হয়েছে।

জম্পুইজলার এসডিপিও জয়ন্ত কর্মকারকে কৈলাসহর এসডিপিও পদে বদলি করা হয়েছে।কৈলাসহরের এসডিপিও শিবু চন্দ্র দে-কে ডেপুটি এসপি (টিপিসিবি) পদে বদলি করা হয়েছে। প্রশিক্ষণ থেকে ফিরে আসা আইপিএস সুদামবিকা আর-কে তেলিয়ামুড়ার এসডিপিও পদে পোস্টিং দেওয়া হয়েছে।তেলিয়ামুড়ার এসডিপিও প্রসূনকান্তি ত্রিপুরাকে আমতলি এসডিপিও পদে বদলি করা হয়েছে।আমতলির এসডিপিও আশীষ দাসগুপ্তকে টিএসআর অষ্টম বাহিনীর অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট পদে বদলি করা হয়েছে।প্রশিক্ষণশেষে ফিরে আসা আইপিএস দেশাই ঋশিকেশ জয় সিংকে কাঞ্চনপুরের এসডিপিও পদে পোস্টিং দেওয়া হয়েছে। সিপাহিজলার ডেপুটি এসপি অমল চক্রবর্তীকে টিএসআর ১৩ নং বাহিনীর অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট পদে বদলি করা
হয়েছে।উদয়পুরের এসডিপিও নিরুপম দত্তকে আমবাসার এসডিপিও পদে বদলি করা হয়েছে।

আমবাসার এসডিপিও নিত্যানন্দ সরকারকে ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি এসপি পদে বদলি করা হয়েছে।সিপাহিজলার ডেপুটি এসপি অজয় দেববর্মাকে উদয়পুরের এসডিপিও পদে বদলি করা হয়েছে।ডেপুটি এসপি (পিএইচকিউ) সব্যসাচী দেবনাথকে স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি এসপি পদে বদলি করা হয়েছে।পশ্চিম জেলার ডেপুটি এসপি কমল কৃষ্ণ কলইকে স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি এসপি পদে বদলি করা হয়েছে।তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তীকে স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি এসপি পদে বদলি করা হয়েছে।সিধাই থানার ওসি সিদ্ধার্থ শংকর করকে পশ্চিম জেলার ডেপুটি এসপি পদে বদলি করা হয়েছে। কাঞ্চনপুরের এসডিপিও এম কে চন্দ্রশেখর(আইপিএস)-কে দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (পিএইচকিউ)ধ্রুব নাথকে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)পদে বদলি করা হয়েছে।সিপাহিজলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরীকে অতিরিক্ত পুলিশ সুপার ধলাই পদে বদলি করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (পিএইচকিউ) রূপক চাকমাকে ১৫নং টিএসআর বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট,পশ্চিম জেলার (শহর) অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে- কে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার গোমতী সুমন মজুমদারকে টিএসআর তৃতীয় বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট পদে বদলি করা হয়েছে।অ্যাডিশনাল এসপি (এসবি) চিরঞ্জীব চক্রবর্তীকে অ্যাডিশনাল এসপি (শহর) পশ্চিম, অ্যাডি, এসপি উত্তর জেলা মিহির দত্তকে টিএসআর প্রথম বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট, টিএসআর অষ্টম বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট অনির্বাণ দাসকে ডিজিপির এসও পদে বদলি করা হয়েছে।এছাড়াও জাস্টিন মোসেফকে টিএসআর দ্বিতীয় বাহিনীর ডেপুটি কমাডেন্ট, মীনা কুমারী দেববর্মাকে অ্যাডিশনাল এসপি ট্রাফিক, প্রণব দেবনাথকে কেটিডিএস পিটিএ-এর ভাইস প্রিন্সিপাল, অরিন্দম রিয়াংকে টিএসআর অষ্টম বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট, দীপঙ্কর পালকে টিএসআর ১৪ নং বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট, রবার্ট এল ডালংকে অ্যাডিশনাল এসপি (এসবি), নির্দেশ দেবকে অ্যাডিশনাল এসপি ক্রাইম ব্রাঞ্চ এবং চন্দন সাহাকে অ্যাডিশনাল এসপি (এসবি) পদে বদলি করা হয়েছে।

Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

3 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago