অনলাইন প্রতিনিধি || রাজ্য ফুটবলের উন্নয়নের স্বার্থে এবার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়াল রাজ্য শিক্ষা দপ্তর। টিএফএর ডাকে সাড়া দিয়ে এবার শিক্ষা দপ্তর রাজ্যের আট জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের চিঠি দিয়ে টিএফএর বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল আসরে রাজ্যের বিভিন্ন স্কুলের পড়ুয়া ছেলে মেয়েদের অংশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করার কথা বলে।রাজ্য শিক্ষা দপ্তরের (মধ্যশিক্ষা) অধিকর্তা এনসি শৰ্মা এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেন।আট জেলার এডুকেশন অফিসারদের গত সতেরো এ বিষয়ে চিঠি দেন তিনি। এ বিষয় সম্পর্কে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার আজ এ খবর জানান। পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপ খেলাধুলা খুব শীঘ্রই শুরু হবে বলেও জানান তিনি।অনূর্ধ্ব ৮,১১,১৩,১৫ ও১৭ এই পাঁচটি বয়স ভিত্তিক বিভাগে ফুটবল টুর্নামেন্ট করছে টিএফএ।রাজ্যের ফুটবলের উন্নয়ন ও প্রসার ঘটানোর লক্ষ্যে তৃণমূল স্তর থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বিভিন্ন বয়স বিভাগে ফুটবল আসর করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন।অনুর্ধ্ব ৮, ১১, ১৩, ১৫ এবং ১৭ বয়সভিত্তিক বিভাগে মহকুমা তারপর জেলা এবং রাজ্য আসর করার পরিকল্পনা নিয়েছে এ বছর। সাধারণত এই পাঁচটি গ্রুপের ছেলে মেয়েরা স্কুল পড়ুয়া।আর বিভিন্ন বয়স গ্রুপে স্কুল পড়ুয়া ফুটবলারদের নিয়ে টুর্নামেন্ট করতে গিয়ে যাতে কোন সমস্যা না হয় এর জন্য আগেই শিক্ষা দপ্তরের কাছে সহযোগিতা চাওয়া হয় টিএফএর তরফে। জানা গেছে,আগামী জুলাই এবং আগষ্ট দুমাসের মধ্যে এই পাঁচটি বয়স ভিত্তিক বিভাগে ফুটবল আসর আয়োজন করা হবে।টিএফএ ইতিমধ্যেই জেলা ফুটবল এসোসিয়েশনগুলোর সাথে কথা বলে বিভিন্ন বয়স গ্রুপের খেলাধূলা আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে সেই মোতাবেক প্রস্তুতি শুরু করতেও নির্দেশ দেওয়া হয়।প্রথমে মহকুমা,তারপর জেলা এবং শেষে আন্ত:জেলা রাজ্য আসর (ছেলে মেয়ে) করা হবে।রাজ্য আসরগুলো আগরতলার পাশাপাশি বিভিন্ন মহকুমায় করার পরিকল্পনা রয়েছে টিএফএর।তবে পুরো বিষয়টি এখন চূড়ান্ত হয়নি।এই টুর্নামেন্ট করার ক্ষেত্রে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে সব ধরনের সহযোগিতা করবে টিএফএ।
অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…
শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…
অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…
অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…