Categories: খেলা

রাজ্য ফুটবলের উন্নয়নে টিএফএর পাশে শিক্ষা দপ্তর

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || রাজ্য ফুটবলের উন্নয়নের স্বার্থে এবার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়াল রাজ্য শিক্ষা দপ্তর। টিএফএর ডাকে সাড়া দিয়ে এবার শিক্ষা দপ্তর রাজ্যের আট জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের চিঠি দিয়ে টিএফএর বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল আসরে রাজ্যের বিভিন্ন স্কুলের পড়ুয়া ছেলে মেয়েদের অংশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করার কথা বলে।রাজ্য শিক্ষা দপ্তরের (মধ্যশিক্ষা) অধিকর্তা এনসি শৰ্মা এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেন।আট জেলার এডুকেশন অফিসারদের গত সতেরো এ বিষয়ে চিঠি দেন তিনি। এ বিষয় সম্পর্কে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার আজ এ খবর জানান। পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপ খেলাধুলা খুব শীঘ্রই শুরু হবে বলেও জানান তিনি।অনূর্ধ্ব ৮,১১,১৩,১৫ ও১৭ এই পাঁচটি বয়স ভিত্তিক বিভাগে ফুটবল টুর্নামেন্ট করছে টিএফএ।রাজ্যের ফুটবলের উন্নয়ন ও প্রসার ঘটানোর লক্ষ্যে তৃণমূল স্তর থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বিভিন্ন বয়স বিভাগে ফুটবল আসর করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন।অনুর্ধ্ব ৮, ১১, ১৩, ১৫ এবং ১৭ বয়সভিত্তিক বিভাগে মহকুমা তারপর জেলা এবং রাজ্য আসর করার পরিকল্পনা নিয়েছে এ বছর। সাধারণত এই পাঁচটি গ্রুপের ছেলে মেয়েরা স্কুল পড়ুয়া।আর বিভিন্ন বয়স গ্রুপে স্কুল পড়ুয়া ফুটবলারদের নিয়ে টুর্নামেন্ট করতে গিয়ে যাতে কোন সমস্যা না হয় এর জন্য আগেই শিক্ষা দপ্তরের কাছে সহযোগিতা চাওয়া হয় টিএফএর তরফে। জানা গেছে,আগামী জুলাই এবং আগষ্ট দুমাসের মধ্যে এই পাঁচটি বয়স ভিত্তিক বিভাগে ফুটবল আসর আয়োজন করা হবে।টিএফএ ইতিমধ্যেই জেলা ফুটবল এসোসিয়েশনগুলোর সাথে কথা বলে বিভিন্ন বয়স গ্রুপের খেলাধূলা আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে সেই মোতাবেক প্রস্তুতি শুরু করতেও নির্দেশ দেওয়া হয়।প্রথমে মহকুমা,তারপর জেলা এবং শেষে আন্ত:জেলা রাজ্য আসর (ছেলে মেয়ে) করা হবে।রাজ্য আসরগুলো আগরতলার পাশাপাশি বিভিন্ন মহকুমায় করার পরিকল্পনা রয়েছে টিএফএর।তবে পুরো বিষয়টি এখন চূড়ান্ত হয়নি।এই টুর্নামেন্ট করার ক্ষেত্রে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে সব ধরনের সহযোগিতা করবে টিএফএ।

Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

17 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

17 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

20 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

20 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

20 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

20 hours ago