অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষাসূচি এগিয়ে আনা হবে।২০২৫ সালে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারী মাসে।সেই লক্ষ্য পূরণে ইতিমধ্যে প্রস্তুতি চলছে। পরীক্ষার খসড়া ও প্রাথমিক সূচি তৈরি হয়ে গেছে।এই সূচির অনুমোদন পর্ষদের পরীক্ষা সংক্রান্ত কমিটির তরফে পাওয়া গেলে চূড়ান্ত হয়ে যাবে পুরো বিষয়টি। জানা গেছে, গত কয়েক বছর ধরেই রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের লিখিত পরীক্ষার সূচি এগিয়ে আনার উদ্যোগ চলছে।নানা কারণে এই উদ্যোগ বাস্তবের মুখ দেখছে না।পরপর দুই বছর নির্বাচন এক্ষেত্রে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে।২০২৩ সালে রাজ্যে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছে লোকসভা নির্বাচন।নির্বাচনের কারণে পর্ষদের পরীক্ষাসূচি পিছিয়ে নিয়ে যেতে হয়।শুরু করতে হয় মার্চ মাসে।গত বছর, ২০২৪ সালে পর্ষদের উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক সহ সমতুল পরীক্ষা শুরু হয়েছে ১ ও ২ মার্চ।পরীক্ষা শেষ করা হয়েছে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে। এইবার রাজ্যে বিধানসভা অথবা লোকসভা নির্বাচন নেই। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তথা এডিসির গাঁওসভা তথা ভিলেজ কাউন্সিল নির্বাচন হতে পারে।এই নির্বাচন হবে রাজ্যের নির্দিষ্ট একটি অংশে। তাছাড়া এই নির্বাচন মে মাসের দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ফেব্রুয়ারী মাসে রাজ্য পর্ষদের লিখিত পরীক্ষা গ্রহণে কোনও সমস্যা হওয়ার কথা নয়।এ বিষয়টি মাথায় রেখে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে ফেব্রুয়ারী মাসে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে জোর তৎপরতা চলছে।জানা গেছে, পর্ষদে তৈরি হওয়া খসড়া পরীক্ষাসূচি দ্রুত পর্ষদের পরীক্ষা কমিটির মাধ্যমে অনুমোদন করিয়ে নেওয়ার উদ্যোগ নিয়ে রাখা হয়েছে।এর জন্য দ্রুত পরীক্ষা কমিটির বৈঠক ডাকা হতে পারে বলে খবর। কমিটির বৈঠকে পরীক্ষাসূচি অনুমোদিত হয়ে গেলে তা ডিসেম্বর মাসে হয়ে যেতে পারে এই ঘোষণা।পরবর্তী কয়েক দিনের মধ্যে পর্যদের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে জানা গেছে।
কেন্দ্রীয় মধশিক্ষা পর্ষৎ তথা সিবিএসইর পরীক্ষাসূচির সঙ্গে তাল মিলিয়ে রাজ্য পর্যদের পরীক্ষাসূচি স্থির করার দীর্ঘ পুরনো দাবি রয়েছে।তা নিয়ে রাজ্য পর্যদের তরফেও চিন্তাভাবনা করা হয়েছে।সেই হিসাবে কেন্দ্রীয় শিক্ষা পর্যদের সঙ্গে তাল রেখে রাজ্য মধ্যশিক্ষা পর্যদের তরফে আগের তুলনায় কম গুরুত্বপূর্ণ, মানে যেসব বিষয়ের পরীক্ষার্থী কম সেসব বিষয়ের পরীক্ষা শুরু করা যেতে পারে।তবে প্রাপ্ত খবর অনুসারে এখনই রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা নেই।রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে আপাতত পরীক্ষা এগিয়ে আনার ভাবনাচিন্তাই রয়েছে। অন্তত এই বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে খবর।
অন্যদিকে, রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের বার্ষিক সূচি অনুসারে হাতেকলমে তথা প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ১৫ নভেম্বর থেকে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। পর্যদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বৃত্তিমূলক বিষয় সহ উচ্চমাধ্যমিকের মোট সাতটি বিষয়ে পরীক্ষা রয়েছে।এর মধ্যে বিজ্ঞানের পদার্থবিদ্যা, রসায়ন শাস্ত্র, জীববিজ্ঞান, পরিসংখ্যন, মনস্তত্ত্ব ও ভূগোলের মতো বিষয় আছে।কলা বিভাগে উল্লেখিত ভূগোল, মনস্তত্ত্ব, পরিসংখ্যানের পাশাপাশি রয়েছে সঙ্গীতের মতো বিষয়। তাছাড়া বাণিজ্য বিভাগে রয়েছে পরিসংখ্যান ও ভূগোলের মতো বিষয়।সব মিলিয়ে পর্ষদের হাতেকলমে পরীক্ষার জন্য উচ্চমাধ্যমিকে প্রায় সাড়ে চারশো এবং মাধ্যমিকে একশোর মতো পরীক্ষক হিসাবে শিক্ষক- শিক্ষিকাকে নিযুক্ত করা হয়েছে।এই সম্পর্কে জানতে চেয়ে পর্ষদের সচিব ড. দুলাল দে-র সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
ডায়াবেটিস বা মধুমেহ আজকের সমাজে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে পরিচিত।এই রোগটি ধীরে ধীরে বাড়ছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের কৃষকদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। এই সরকারের…
গুণ-বিচার পরে, আগে তো দর্শনধারী!এই আপ্তবাক্য আজকের ডিজিটাল জেট যুগে একেবারে সর্বাংশে সত্য। দর্শন অথে…
অনলাইন প্রতিনিধি :-ডবলইঞ্জিনের সরকারের ক্ষমতা ঠুনকো।কোনও প্রতিশ্রুতি পালন বা পদক্ষেপ নিতে পারছে না।অন্তত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস…
অনলাইন প্রতিনিধি :-সোমবার উত্তরাখণ্ডের গারওয়াল থেকে কুমায়ুন এর দিকে গন্তব্য ছিল বাসটির। বাসে তখন কমপক্ষে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা থেকে উন্নত চিকিৎসার জন্য স্ট্রেচারে গুরুতর অসুস্থ ও মুমূর্ষু রোগীকে বিমানে কলকাতা…