Categories: খেলা

রাজ্য সিনিয়র এলিট, প্লেট ক্রিকেট টুর্নামেন্ট শুরু ২২শে

এই খবর শেয়ার করুন (Share this news)

বেশ কয়েক বছর বাদে আবার টিসিএর উদ্যোগে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট ও প্লেট গ্রুপের টুর্নামেন্ট। আগামী বাইশ জানুয়ারী থেকে দুটি টুর্নামেন্ট শুরু হচ্ছে। আজ টিসিএর পক্ষে টুর্নামেন্ট কমিটির কনভেনার জয়ন্ত দে এলিট ও প্লেট দুই যদিও গ্রুপের ক্রিকেট টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষণা করেন ।এলিট গ্রুপের খেলাগুলি বাইশ জানুয়ারী থেকে শুরু হবে। সামে চলবে ঊনত্রিশ জানুয়ারী পর্যন্ত। একত্রিশ জানুয়ারী হবে দুটি গেছে সেমিফাইনাল। ফাইনাল ম্যাচ হবে দোসরা ফেব্রুয়ারী।ওইদিনই অবনমনের ম্যাচ হবে। ফাইনাল ম্যাচ হবে কৈলাসহরে। ধর্মনগরে অবনমন ম্যাচ। দুটি সেমিফাইনালের মধ্যে একটি ধর্মনগরে এবং অন্যটি কৈলাসহরে।এলিট গ্রুপে মোট আটটি মহকুমা দল খেলবে। এ গ্রুপে রয়েছে সদর, বিশালগড়, শান্তিরবাজার ও কমলপুর। অন্যদিকে, বি গ্রুপে উদয়পুর, কৈলাসহর, বিলোনীয়া ও সোনামুড়া।বাইশ জানুয়ারী এমবিবি স্টেডিয়ামে এলিটের উদ্বোধনী ম্যাচে লড়বে সদর ও শান্তিরবাজার। ওইদিনই ধর্মনগরে উদয়পুর ও বিলোনীয়া খেলবে। প্রতিটি ম্যাচই ৫০ : ৫০ ওভারের হবে।এদিকে, বাইশ জানুয়ারী থেকে প্লেট গ্রুপের খেলাগুলিও শুরু হবে। তবে প্লেট গ্রুপে মোট এগারোটি মহকুমা দল খেলবে। এ গ্রুপে ছয়টি এবং বি গ্রুপে পাঁচটি দল খেলবে। প্লেট গ্রুপের খেলাগুলি অমরপুর, সোনামুড়া, শান্তিরবাজার, বিলোনীয়ায় অনুষ্ঠিত হবে।
প্লেট গ্রুপের গ্রুপ লীগের খেলাগুলি বাইশ জানুয়ারী শুরু হবে। শেষ হবে ত্রিশ জানুয়ারী। পয়লা ফেব্রুয়ারী দুটি সেমিফাইনাল ম্যাচ হবে। বিলোনীয়া ও শান্তিরবাজারে সেমিফাইনাল হবে। ফাইনাল ম্যাচটি হবে দোসরা ফেব্রুয়ারী। ম্যাচটি হবে সোনামুড়ায় ৷উল্লেখ্য, এ গ্রুপে মোহনপুর, ধর্মনগর, তেলিয়ামুড়া, কাঞ্চনপুর, গণ্ডাছড়া ও জিরানীয়া। বিগ্রুপে রয়েছে আমবাসা, সাব্রুম, লংতরাইভ্যালি, খোয়াই ও অমরপুর।প্লেট গ্রুপে গ্রুপ লীগে প্রতিদিন চারটি করে ম্যাচ হবে। যদিও ত্রিশ জানুয়ারী মাত্র একটি ম্যাচই হবে।এদিকে, রাজ্যভিত্তিক এলিট ও প্লেট গ্রুপের টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যেই মহকুমা দলগুলির প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে আজ দুই বিভাগের টুর্নামেন্টের ক্রীড়াসূচি ঘোষণা হওয়ার পর প্রস্তুতি আরও জোরকদমেই।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

16 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

16 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

17 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago