বেশ কয়েক বছর বাদে আবার টিসিএর উদ্যোগে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট ও প্লেট গ্রুপের টুর্নামেন্ট। আগামী বাইশ জানুয়ারী থেকে দুটি টুর্নামেন্ট শুরু হচ্ছে। আজ টিসিএর পক্ষে টুর্নামেন্ট কমিটির কনভেনার জয়ন্ত দে এলিট ও প্লেট দুই যদিও গ্রুপের ক্রিকেট টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষণা করেন ।এলিট গ্রুপের খেলাগুলি বাইশ জানুয়ারী থেকে শুরু হবে। সামে চলবে ঊনত্রিশ জানুয়ারী পর্যন্ত। একত্রিশ জানুয়ারী হবে দুটি গেছে সেমিফাইনাল। ফাইনাল ম্যাচ হবে দোসরা ফেব্রুয়ারী।ওইদিনই অবনমনের ম্যাচ হবে। ফাইনাল ম্যাচ হবে কৈলাসহরে। ধর্মনগরে অবনমন ম্যাচ। দুটি সেমিফাইনালের মধ্যে একটি ধর্মনগরে এবং অন্যটি কৈলাসহরে।এলিট গ্রুপে মোট আটটি মহকুমা দল খেলবে। এ গ্রুপে রয়েছে সদর, বিশালগড়, শান্তিরবাজার ও কমলপুর। অন্যদিকে, বি গ্রুপে উদয়পুর, কৈলাসহর, বিলোনীয়া ও সোনামুড়া।বাইশ জানুয়ারী এমবিবি স্টেডিয়ামে এলিটের উদ্বোধনী ম্যাচে লড়বে সদর ও শান্তিরবাজার। ওইদিনই ধর্মনগরে উদয়পুর ও বিলোনীয়া খেলবে। প্রতিটি ম্যাচই ৫০ : ৫০ ওভারের হবে।এদিকে, বাইশ জানুয়ারী থেকে প্লেট গ্রুপের খেলাগুলিও শুরু হবে। তবে প্লেট গ্রুপে মোট এগারোটি মহকুমা দল খেলবে। এ গ্রুপে ছয়টি এবং বি গ্রুপে পাঁচটি দল খেলবে। প্লেট গ্রুপের খেলাগুলি অমরপুর, সোনামুড়া, শান্তিরবাজার, বিলোনীয়ায় অনুষ্ঠিত হবে।
প্লেট গ্রুপের গ্রুপ লীগের খেলাগুলি বাইশ জানুয়ারী শুরু হবে। শেষ হবে ত্রিশ জানুয়ারী। পয়লা ফেব্রুয়ারী দুটি সেমিফাইনাল ম্যাচ হবে। বিলোনীয়া ও শান্তিরবাজারে সেমিফাইনাল হবে। ফাইনাল ম্যাচটি হবে দোসরা ফেব্রুয়ারী। ম্যাচটি হবে সোনামুড়ায় ৷উল্লেখ্য, এ গ্রুপে মোহনপুর, ধর্মনগর, তেলিয়ামুড়া, কাঞ্চনপুর, গণ্ডাছড়া ও জিরানীয়া। বিগ্রুপে রয়েছে আমবাসা, সাব্রুম, লংতরাইভ্যালি, খোয়াই ও অমরপুর।প্লেট গ্রুপে গ্রুপ লীগে প্রতিদিন চারটি করে ম্যাচ হবে। যদিও ত্রিশ জানুয়ারী মাত্র একটি ম্যাচই হবে।এদিকে, রাজ্যভিত্তিক এলিট ও প্লেট গ্রুপের টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যেই মহকুমা দলগুলির প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে আজ দুই বিভাগের টুর্নামেন্টের ক্রীড়াসূচি ঘোষণা হওয়ার পর প্রস্তুতি আরও জোরকদমেই।
অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…
শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…
অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…
অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…