Categories: খেলা

রাজ্য সিনিয়র এলিট, প্লেট ক্রিকেট টুর্নামেন্ট শুরু ২২শে

এই খবর শেয়ার করুন (Share this news)

বেশ কয়েক বছর বাদে আবার টিসিএর উদ্যোগে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট ও প্লেট গ্রুপের টুর্নামেন্ট। আগামী বাইশ জানুয়ারী থেকে দুটি টুর্নামেন্ট শুরু হচ্ছে। আজ টিসিএর পক্ষে টুর্নামেন্ট কমিটির কনভেনার জয়ন্ত দে এলিট ও প্লেট দুই যদিও গ্রুপের ক্রিকেট টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষণা করেন ।এলিট গ্রুপের খেলাগুলি বাইশ জানুয়ারী থেকে শুরু হবে। সামে চলবে ঊনত্রিশ জানুয়ারী পর্যন্ত। একত্রিশ জানুয়ারী হবে দুটি গেছে সেমিফাইনাল। ফাইনাল ম্যাচ হবে দোসরা ফেব্রুয়ারী।ওইদিনই অবনমনের ম্যাচ হবে। ফাইনাল ম্যাচ হবে কৈলাসহরে। ধর্মনগরে অবনমন ম্যাচ। দুটি সেমিফাইনালের মধ্যে একটি ধর্মনগরে এবং অন্যটি কৈলাসহরে।এলিট গ্রুপে মোট আটটি মহকুমা দল খেলবে। এ গ্রুপে রয়েছে সদর, বিশালগড়, শান্তিরবাজার ও কমলপুর। অন্যদিকে, বি গ্রুপে উদয়পুর, কৈলাসহর, বিলোনীয়া ও সোনামুড়া।বাইশ জানুয়ারী এমবিবি স্টেডিয়ামে এলিটের উদ্বোধনী ম্যাচে লড়বে সদর ও শান্তিরবাজার। ওইদিনই ধর্মনগরে উদয়পুর ও বিলোনীয়া খেলবে। প্রতিটি ম্যাচই ৫০ : ৫০ ওভারের হবে।এদিকে, বাইশ জানুয়ারী থেকে প্লেট গ্রুপের খেলাগুলিও শুরু হবে। তবে প্লেট গ্রুপে মোট এগারোটি মহকুমা দল খেলবে। এ গ্রুপে ছয়টি এবং বি গ্রুপে পাঁচটি দল খেলবে। প্লেট গ্রুপের খেলাগুলি অমরপুর, সোনামুড়া, শান্তিরবাজার, বিলোনীয়ায় অনুষ্ঠিত হবে।
প্লেট গ্রুপের গ্রুপ লীগের খেলাগুলি বাইশ জানুয়ারী শুরু হবে। শেষ হবে ত্রিশ জানুয়ারী। পয়লা ফেব্রুয়ারী দুটি সেমিফাইনাল ম্যাচ হবে। বিলোনীয়া ও শান্তিরবাজারে সেমিফাইনাল হবে। ফাইনাল ম্যাচটি হবে দোসরা ফেব্রুয়ারী। ম্যাচটি হবে সোনামুড়ায় ৷উল্লেখ্য, এ গ্রুপে মোহনপুর, ধর্মনগর, তেলিয়ামুড়া, কাঞ্চনপুর, গণ্ডাছড়া ও জিরানীয়া। বিগ্রুপে রয়েছে আমবাসা, সাব্রুম, লংতরাইভ্যালি, খোয়াই ও অমরপুর।প্লেট গ্রুপে গ্রুপ লীগে প্রতিদিন চারটি করে ম্যাচ হবে। যদিও ত্রিশ জানুয়ারী মাত্র একটি ম্যাচই হবে।এদিকে, রাজ্যভিত্তিক এলিট ও প্লেট গ্রুপের টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যেই মহকুমা দলগুলির প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে আজ দুই বিভাগের টুর্নামেন্টের ক্রীড়াসূচি ঘোষণা হওয়ার পর প্রস্তুতি আরও জোরকদমেই।

Dainik Digital

Recent Posts

মধুমেয় রোগ কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন!!

ডায়াবেটিস বা মধুমেহ আজকের সমাজে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে পরিচিত।এই রোগটি ধীরে ধীরে বাড়ছে…

10 hours ago

রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা ফেব্রুয়ারী মাসে করার উদ্যোগ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষাসূচি এগিয়ে আনা হবে।২০২৫ সালে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং…

11 hours ago

বিজেপি জমানায় রাজ্যে কৃষকদের মাথাপিছু আয় দ্বিগুণ : কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের কৃষকদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। এই সরকারের…

11 hours ago

দর্শনধারী!!

গুণ-বিচার পরে, আগে তো দর্শনধারী!এই আপ্তবাক্য আজকের ডিজিটাল জেট যুগে একেবারে সর্বাংশে সত্য। দর্শন অথে…

11 hours ago

বিলোনীয়ায় স্টপেজ দাবি উপেক্ষিত, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-ডবলইঞ্জিনের সরকারের ক্ষমতা ঠুনকো।কোনও প্রতিশ্রুতি পালন বা পদক্ষেপ নিতে পারছে না।অন্তত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস…

1 day ago

দেবভূমিতে গভীর খাদে বাস,, মৃত্য ২০!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার উত্তরাখণ্ডের গারওয়াল থেকে কুমায়ুন এর দিকে গন্তব্য ছিল বাসটির। বাসে তখন কমপক্ষে…

1 day ago