রাতদিন সারাইয়ের কাজ চলছে, জানান বিদ্যুৎমন্ত্রী।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকালে ক্ষণিকের ঝড়ে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি পরিকাঠামোর ক্ষেত্রেও বেশ কিছু ক্ষতি হয়েছে। খুঁটি পড়ে যাওয়া, বিদ্যুৎ পরিবাহী তারের উপর গাছ এবং গাছের ডালা পড়ে তার ছিড়ে যাওয়া, বেশ কিছু এলাকায় ট্রান্সফরমারের ক্ষতি হয়েছে। এ ব্যাপারে বুধবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের উপর কারও হাত নেই। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ নিগমের প্রকৌশলী এবং কর্মীরা মঙ্গলবার সন্ধ্যা থেকেই কাজে নেমে পড়েছে। সারারাত কাজ করার পর বুধবার দুপুর পর্যন্ত সিংহভাগ ক্ষেত্রেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা গেছে। কিন্তু বুধবার সন্ধ্যায় দুই এলাকায় তেত্রিশ কেভি এবং এগারো কেভি তার ছিড়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়। যদিও নিগমের প্রকৌশলী এবং কর্মীরা মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। আশা করা হচ্ছে রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে জনগণের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। এ দিন বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র আগরতলা শহরের মধ্যেই ৬৯৩টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে আমতলিতে ৩৯টি, বনমালীপুর এক নম্বর ডিভিশনে ৮৫টি, বনমালীপুর দুই নং ডিভিশনে ৩৫টি, বড়দোয়ালী গ্রামীণ এলাকায় ২৭টি, বড়দোয়ালী শহর এলাকায় ৪০টি, ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় ২০টি, দুর্গা চৌমুহনী এলাকায় ৬২টি, দুর্জয়নগর এলাকায় ১৩৭টি, জিবি এলাকায় ১০৫টি, আইজিএম এলাকায় ৩৮টি, যোগেন্দ্রনগর এলাকায় ৭০টি, প্রতাপগড় এলাকায় ২৪টি এবং সেকেরকোট এলাকায় ৪১টি মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও তেলিয়ামুড়া বিদ্যুৎ বিভাগের অধীন বড়মুড়া, হাওয়াইবাড়ি, নেতাজীনগর, লেম্বুছড়া, কালিটিলা, শান্তিনগর, ডিএম কলোনি এবং রাজনগরে মোট এগারোটি বিদ্যুৎ খুঁটি নষ্ট হয়েছে গাছ পড়ে। বারো কিলোমিটার এলাকাজুড়ে বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে গেছে। চাকমাঘাট, মাইগঙ্গা, কৃষ্ণপুর, হদ্রাই এলাকায় আরও নয়টি খুঁটি এবং চার কিলোমিটার তার ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্দাই এলাকায় পাঁচটি খুঁটি এবং এক কিলোমিটার তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এডিসি সদর দপ্তর খুমুলুঙে চারটি খুঁটি এবং দুই কিলোমিটার তার, জিরানীয়ায় তিনটি খুঁটি এবং এক কিলোমিটার তার ক্ষতি হয়েছে। রাণীরবাজারে কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। তারের উপর গাছ পড়ে যাওয়ার কারণে। মন্ত্রী জানান, প্রতিটি ক্ষেত্রেই বিদ্যুৎ নিগমের কর্মীরা রাতদিন বিরতিহীনভাবে কাজ করে প্রায় আশি শতাংশ ত্রুটি সারাই করে খুঁটি বসানো এবং নতুন করে তার টানার কাজ প্রায় শেষ করে এনেছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য কর্মীরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ।এর জন্য তিনি রাজ্যবাসীর সহযোগিতা চেয়েছেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

14 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

14 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

14 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

14 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago