রাত জাগছেন মন্ত্রী!!
অনলাইন প্রতিনিধি :- উৎসবে গোটা রাজ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্হা অক্ষুন্ন রাখতে কর্মীদের সাথে রাত জাগছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ নিজেও।
পঞ্চমী, ষষ্ঠী রাজ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্হায় কোনও সমস্যা হয়নি। সবকিছু ঠিকঠাক চলেছে। ষষ্ঠীর সন্ধ্যায় ছুটে গিয়েছিলন এস এল ডি সি-তে।
সেখানে অনেকটা সময় কাটিয়েছেন বিদ্যুৎ কর্মীদের পাশে। এরপরও গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন,রাজ্যের কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা তা পরখ করার জন্য। সপ্তমীর সকালেই ছুটে গেছেন ভুতুরিয়া বিদ্যুৎ নিগম কার্যালয়ে। পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন অফিসার, কর্মীদের সাথে। যারা রাত-দিন কাজ করে যাচ্ছেন। মন্ত্রী জানান, এখন পর্যন্ত কোনও সমস্যা হয়নি।
সপ্তমীতেওন বিদ্যুতের অসুবিধা হবে না। তার জন্য বিদ্যুৎ নিগমের প্রচুর সংখ্যক কর্মী কাজ করে চলছেন। যত পরিমাণ বিদ্যুতের দরকার,তার থেকে অনেক বেশি জোগানের ব্যবস্হা রাখা হয়েছে। বলেন, আশাকরি উৎসবে বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোনও অসুবিধা হবে না।