অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশে
আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে।একথা স্বীকার করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে দেশের সেনাপ্রধান। পরিস্থিতি এতোটাই ভঙ্গুর রাত তিনটায়ও সাংবাদিক সম্মেলন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনি জানালেন, ‘বিরোধীরা যে কারণে পদত্যাগ দাবি করছে, সেটি ঠিক হয়ে গেলে তো আর পদত্যাগের প্রয়োজন নেই।’ রবিবার দিনগত রাত তিনটায় ঢাকার বারিধারায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে উন্নতি হয় সেই ব্যবস্থা করছি। আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হতে থাকবে।
এদিকে তার এই বক্তব্যের ৩ ঘন্টা পরেই ঢাকার সায়েদাবাদের শামীবাগ এলাকায় এক তরুণকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত তরুণের নাম মো, শামীম (২৫)। তিনি সায়েদাবাদ টার্মিনালে কাজ করেন এবং সেখানেই থাকেন।
সোমবার ভোরে ৬ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানিয়েছেন।
আহত শামীম জানান, সোমবার ভোরে কয়েকজন তাকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হামলার পর তিনি দৌড়ে টার্মিনাল এলাকায় এসে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কারা,কেন তাকে কুপিয়েছে,এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে স্থানীয়দের ধারণা, কিশোর গ্যাংয়ের সদস্যদের সাথে ব্যক্তিগত রেষারেষির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
শামীমকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় বাসিন্দা মিলন জানান, শামীমকে তিনি প্রায়ই এলাকায় দেখতেন।শামীম টার্মিনালে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। শামীমের বাবা ইকবাল মানিকনগরে কাঁচা সবজি বিক্রি করেন। মা গ্রামের বাড়িতে থাকেন।
মো. ফারুক জানান, শামীম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রসঙ্গত, প্রতিদিনই হত্যা, হামলা, ধর্ষণ, ডাকাতির ঘটনা ঘটছে বাংলাদেশে। আগের ২৪ ঘন্টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাত দল।
এসময় ডাকাতরা ব্যবসায়ীর শিশুসন্তানের গলায় কিরিচ ধরে জিম্মি করে বিনা বাঁধায় ডাকাতি সম্পন্ন করে বলে জানান ওই ব্যবসায়ী।
রবিবার রাত ২ টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোহাম্মদনগরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে সংঘটিত এই সংঘবদ্ধ ডাকাতির ঘটনাটি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি গাজি মুহাম্মদ ফৌজুল আজিম।
ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা বসুরহাট বাজারে ব্যবসা করি। রাতে দোকানে থেকে বাড়ি ফেরা পর্যন্ত বাড়ির মেইন গেট খোলা থাকে। এ সুযোগে রাত ২ টার দিকে ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ভেতরে ঢোকে।
তিনি আরও বলেন, ‘তারা আমার এবং আমার মেয়ের গলায় কিরিচ ঠেকিয়ে জিম্মি করে প্রতিটি ঘরে তল্লাশি করে। আলমিরার ড্রয়ারে রাখা নগদ ৬৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
আরও স্বর্ণালঙ্কার, টাকাপয়সার খোঁজে ডাকাতদল ঘরের আসবাবপত্র ভাঙে, লণ্ডভণ্ড করে দিয়ে যায়।
এদিকে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসী, কিশোর গ্যাংয়ের সদস্য ও ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এ সময় পদত্যাগের দাবি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতীকী জানাজা পড়েন তারা।
২৪ শে ফেব্রুয়ারি, সোমবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকদের আস্তানা, এই বাংলা হবে না’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের দিব না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমরা আছি থাকব, যুগে যুগে লড়ব’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মেহেদি মারুফ বলেন, আপনারা যদি কাজ করতে না পারেন তাহলে আমরা এ ধরনের ‘এনজিও মার্কা সরকার’, ‘চট্টগ্রাম বিভাগীয় সরকার চাই না। একটা ইনক্লুসিভ সরকার গঠন করুন।
আইন বিভাগের শিক্ষার্থী প্রসেনজিৎ সরকার বলেন, দেশে এক ধরনের অরাজকতার সৃষ্টি হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কাজই আমরা দেখতে পাচ্ছি না। তিনি কাঠের পুতুলের মতো গদিতে বসে আছেন। আমাদের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। কিন্তু তিনি (২৩ফেব্রুয়ারী সম্মেলনে এসেশিশুসুলভ কথাবার্তা বলেছেন। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই।
পারসিয়ান ল্যাঙ্গুয়েজ বিভাগের শিক্ষার্থী ওয়াজেদ শিশির বলেন, ছিনতাই, ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই, এই গদি তার বাবার না।
দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ডা. আসিফ নজরুল। তিনি বলেছেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নাই। তবে আমাদের চেষ্টা আছে এবং আত্ম-জিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচণ্ড চেষ্টা আছে, তাড়না আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে প্রচণ্ড চেষ্টা আছে।
২৪ শে ফেব্রুয়ারী, সোমবার দুপুরে রাজশাহীর পিটিআই মিলনায়তনে ‘দেশের পরবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।সেখানে তিনি এমন মন্তব্য করেন।
কর্মশালায় যোগদানের পূর্বে সাংবাদিকদের আইন উপদেষ্টা বলেন, আমরা একটা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ।সেখান থেকে ঘুরে দাঁড়াতে আমাদের সময় লাগছে।
অন্যদিকে দেশে বর্তমানে নিরাপত্তাহীন পরিস্থিতি থাকা সত্ত্বেও তা মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যদের বলপ্রয়োগ থেকে বিরত থাকতে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান।
তিনি বলেন, সবাইকে ধৈর্য নিয়ে দেশের জন্য সেবা করতে হবে।
সোমবার দুপুরে সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান করেন তিনি।
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি।এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এ প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্খিত মানোন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তিনজনকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেন।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ৩৩ পদাতিক ডিভিশন আর রানার্স আপ হয় সাত ব্রিগেড ডিভিশন।
অনুষ্ঠানে ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান-সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে সেনাসদস্যদের উৎসাহ জোগাতে সেনাপ্রধান নিজেও ফায়ারিংয়ে অংশ নেন। এ সময় নির্দিষ্ট টার্গেটে করে কয়েক রাউন্ড ফায়ার করেন।
অনলাইন প্রতিনিধি :-নতুন সরকার গড়ার পরেই ‘আপের শেষ দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিল পদ্ম শিবির এবার…
অনলাইন প্রতিনিধি :-ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী তে ১৯৮৪-এর শিখ ধর্মাবলম্বী বাবা যশবন্ত সিং ও ছেলে…
'প্রতিবেশী' এই শব্দটির মানে অর্থ কি? খুব সহজ করে বললে,এর উত্তর হচ্ছে 'নিজের কাছাকাছি বা…
অনলাইন প্রতিনিধি :-আমেরিকা প্রথম থেকেই দাবি করে আসছে যে,চিন থেকেই ছড়াতে শুরু করেছিল করোনাভাইরাস।আমেরিকা এমনও…
অনলাইন প্রতিনিধি :-অবশেষে বেকার বিক্ষোভের চাপে ফের চাকরির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করতে বাধ্য হলো ত্রিপুরা…
অনলাইন প্রতিনিধি :-ব্যাঙ্কগুলিকে ইতিবাচক হতে হবে।ঋণ প্রদান করা থেকে শুরু করে নানা ক্ষেত্রে সহজ ও…