রাধানগরে অবরোধ!! ত্রিপুরা খবর Dainik Digital June 7, 2022 0 এই খবর শেয়ার করুন (Share this news) দলীয় প্রার্থীর প্রচারে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে মঙ্গলবার সকালে রাধানগর এলাকায় সি পি আই এম এর কর্মীরা রাস্তা অবরোধ করে। অভিযোগ, দলীয় পতাকা লাগানোর সময় তাদের উপর আক্রমণ হয়। ব্যস্ত সময়ে আচমকা এই অবরোধ এর ফলে জনদুর্ভোগ চরমে উঠে।