রানওয়েতেই দুই বিমানের সংঘর্ষ!!
অনলাইন প্রতিনিধি :-বিপর্যয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না জাপানের। হ্যাপি নিউ ইয়ারের দিনই লাগাতার ভূমিকম্প, সুনামি এবং অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়েছে মধ্য জাপান। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই, মঙ্গলবার, টোকিয়োর হানেদা বিমানবন্দরে বিমান অবতরণের সময় আগুন লেগে গেল জাপান এয়ারলাইন্সের এক বিমানে। যাত্রীবাহী বিমানটিতে যাত্রী এবং ক্রু সদস্য মিলিয়ে মোট ৩৬৭ জন ছিলেন। বিমানটি রানওয়েতে থামার পর, দ্রুত তাঁদের সকলকে দ্বলন্ত বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। প্রত্যেকে নিরাপদে আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্রের খবর বিমানটি হোক্কাইডো বিমানবন্দর থেকে আসছিল।আগুন বিমানটির তলা থেকে সমগ্র বিমানে ছড়িয়ে পড়েছিল। দমকল কর্মীরা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে জ্বলন্ত বিমানটির আগুন আয়ত্বে আনার চেষ্টা করে।