রান ফর সোসাইটি!!
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সারা রাজ্যব্যাপী অনুষ্ঠিত হচ্ছে রান ফর সোসাইটি। এতে ৫ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়। পুলিশ জনগনের বন্ধু, এই বার্তা কে সামনে রেখেই এদিন সারা রাজ্যে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। আগরতলা অরুন্ধতিনগর পুলিশ গ্রাউন্ড থেকে রান ফর সোসাইটি কর্মসূচির সূচনা করা হয়। পাঁচ কিলোমিটার দৌড় অতিক্রম করে পুনরায় পুলিশ মাঠে গিয়ে শেষ হয়। রাজ্যের বিভিন্ন খেলোয়াড় সহ পুলিশ কর্মীরা এই দৌড়ে অংশ নিয়েছেন। খেলোয়ারদের মধ্যে প্রথম ১০ জন পুরুষ এবং প্রথম ১০ জন মেয়েদের পুরস্কৃত করা হয়। পুলিশ কর্মীদের মধ্যেও অংশগ্রহণকারী দশজনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি রেঞ্জ মঞ্চা়ক ইপ্পার, পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে সহ আরও অনেকে।