রামগড়-সাব্রুম যাত্রী পারাপার চলতি মাসেই

এই খবর শেয়ার করুন (Share this news)

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় রামগড় – সাব্রুম চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম চালু হতে পারে । এ জন্য দ্রুতবেগে চলছে বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজ । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে রামগড় চেকপোস্টে ইমিগ্রেশন কার্যক্রম উদ্বোধন হওয়ার কথা । শেখ হাসিনা প্রায় তিন বছর পর পাঁচ সেপ্টেম্বর ভারত সফরে যাচ্ছেন । তখন যাত্রী পারাপারের মধ্য দিয়ে এই সীমান্তে ইমিগ্রেশন কার্যক্রম চালুর চেষ্টা চলছে । তবে ভারতের অনাপত্তিপত্র না পাওয়ায় স্থলবন্দরের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনার নির্মাণকাজ ঝুলে আছে । তাই আমদানি – রপ্তানি কার্যক্রম শুরু হতে আরও সময় লাগবে । জানা গেছে , বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ সেপ্টেম্বর ভারত পৌঁছাবেন । পরদিন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন । সাত সেপ্টেম্বর ভারতের চেম্বার অব কমার্সের ব্যবসায়ীদের বৈঠকে বক্তব্য রাখার কথা রয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর । সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা আছে । একই সময়ে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রামগড় স্থলবন্দর প্রাথমিকভাবে উদ্বোধন হতে পারে । সূত্রের খবর বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রকল্প – ১ – এর আওতায় নৌপরিবহণ মন্ত্রণালয় রামগড় স্থলবন্দর নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে । প্রকল্পের সম্ভাব্য ব্যয় ১২৫ কোটি টাকা । প্রকল্পটির জন্য ঠিকাদির প্রতিষ্ঠান মনিকো লিমিটেডের সঙ্গে গত বছরের ২৮ অক্টোবর নৌপরিবহণ মন্ত্রণালয়ের চুক্তি হয় । এরপর ওই বছরের ডিসেম্বরে কাজ শুরু হয়েছিল । ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা । সংবাদমাধ্যমকে প্রকল্পের সহকারী প্রকৌশলী রুহুল আমিন জানিয়েছেন , টার্মিনাল ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে । এর মাধ্যমে প্রাথমিকভাবে যাত্রী পারাপারের কাজ চিন্তাভাবনা চলছে । প্রকল্প সংশ্লিষ্ট সূত্রের খবর , এই মুহূর্তে দশ একর জমিতে এই স্থলবন্দর বাস্তবায়িত হচ্ছে । আরও ষোল একর জায়গা অধিগ্রহণ করা হবে । স্থলবন্দরের জন্য যাত্রী টার্মিনালের পাশাপাশি , কাস্টমস , ইমিগ্রেশনসহ আরও কিছু দপ্তর এবং প্রশাসনিক ভবন দরকার । সীমান্তের ১৫০ গজের ভেতর হওয়ায় এসব স্থাপনা নির্মাণের জন্য ভারতের অনাপত্তিপত্র দরকার হচ্ছে । আর সেটি না পাওয়ায় নির্মাণকাজ নিয়ে জটিলতা দেখা দিয়েছে । তার আগে যাত্রী টার্মিনালের মধ্যে কাস্টমস ও ইমিগ্রেশন দপ্তর বসিয়ে আপাতত যাত্রী পারাপারের ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান । রামগড় অংশে স্টিলের স্থাপনার ওপর নির্মিত হচ্ছে একতলা টার্মিনালটি । এই স্থলবন্দর চালুর লক্ষ্যে ফেনী নদীর ওপর ভারত একটি চার লেনের সেতু নির্মাণ করেছে । যার দুই দেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে । এছাড়া ভারতের দিকে সব রকম স্থাপনা নির্মাণও প্রায় শেষ হয়েছে । এমনটিই জানিয়েছেন , প্রকল্প সংশ্লিষ্টরা । স্থলবন্দরটি চালু হলে যাত্রী পারাপারের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন খাগড়াছড়ি চেম্বার নেতারা । ব্যবসায়ীরা জানিয়েছেন , চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ১১২ কিলোমিটার দূরত্বে এই স্থলবন্দরের অবস্থান । এটি ব্যবহার করে মাত্র তিন ঘণ্টায় চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্টের পণ্য যেতে পারবে ভারতে । ত্রিপুরাসহ উত্তর – পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হবে এই বন্দর দিয়েই । একইসঙ্গে রামগড় স্থলবন্দর ব্যবহার করে চট্টগ্রাম বন্দর হয়ে পণ্য পরিবহণ করতে পারবেন ভারতীয় ব্যবসায়ীরা ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

4 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

4 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

4 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

4 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago