নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!
রামনগরে রতনের সমর্থনে মিছিল!

অনলাইন প্রতিনিধি :-সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনকে সামনে রাম – বাম উভয় দলেরই প্রচার চলছে জোরকদমে। শনিবার জয়পুর এলাকায় প্রচার করেন ইন্ডিয়া ব্লকের প্রার্থী রতন দাস। তাঁর সঙ্গে প্রচারে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী,মানিক দে সহ আরও অনেকে। জিতেন বাবু বলেন, শুধু রামনগরই নয়, সারা রাজ্যেই ইন্ডিয়া জোটের প্রার্থীরা ব্যাপক সাড়া পাচ্ছে। মানুষ গত ১০ বছরে যে অরাজকতা দেখেছে, দেশকে ধ্বংস করার যে লীলা দেখছে, এর থেকে দেশকে মুক্ত করার জন্য এবং নিজেদের অধিকারকে পুনঃ প্রতিষ্ঠিত করার জন্য মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে বলে দাবি করেন।