রামনগর কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন পি রায়

 রামনগর কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন পি রায়
এই খবর শেয়ার করুন (Share this news)

আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি নির্দল প্রার্থী হিসেবে ৭নং রামনগর কেন্দ্র থেকে লড়াই করবেন। মঙ্গলবার মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশ ও সংবিধান বাঁচানোর লড়াইকে শক্তিশালী করার জন্য, মানবাধিকার ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও সম্প্রসারণের লড়াইকে বিধানসভার অভ্যন্তরে নিয়ে যাওয়ার জন্য বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে সিপিআই(এম) সহ বামফ্রন্টের সহযোগী অন্য দলগুলি, জাতীয় কংগ্রেস, তিপ্ৰা মথা সহ সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলিকে আহ্বান জানানো হয়েছে ৭ রামনগর কেন্দ্রে নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মণকে সমর্থন করে বিপুল ভোটে জয়ী করার জন্য।ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন (টিএইচআরও) একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠনের ব্যানারে (নামে) সরাসরি রাজনৈতিক লড়াই কেন? সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের অন্যতম সদস্য তরুণ গুহ বলেন, গত পাঁচ বছর ধরে রাজ্যে একটি ভয়াবহ পরিস্থিতি কায়েম হয়েছে। এক কথায় দু:শাসনের রাজত্ব চলছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষ সাহস নিয়ে কোনও কথা বলতে পারে না। মানুষকে সাহস জোগানোর জন্যই অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.