রামনবমীতেই ভার্টিকাল লিফট’ রেল সি-ব্রিজ উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে!!

অনলাইন প্রতিনিধি:-তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত নির্মিত রেল সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট রেল ব্রিজ, যা নাকি কারো সাহায্য ছাড়া প্রয়োজনে নিজেই নিজেকে তুলতে পারে আকাশে—যাতে বিশাল জাহাজ সমুদ্রপথে নির্বিঘ্নে পার হতে পারে। রেলের সঙ্গে সমুদ্রপথের এমন নিখুঁত সামঞ্জস্য আগে দেশে কখনও দেখা যায়নি। রবিবার রামনবমীর দিন তামিলনাড়ুর নতুন পামবান ব্রিজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সেতু দেশের প্রথম ‘ভার্টিকাল লিফট’ রেল সি-ব্রিজ।