রাম নামে মেতেছে দেশ।।
অনলাইন প্রতিনিধি :-আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে যাচ্ছে বহু প্রতিক্ষিত রাম মন্দির। এদিন রামলালার বিগ্রহে প্রান প্রতিষ্ঠিত হবে। সেদিনটিকে সামনে রেখে সারা দেশের সাথে রাজ্যেও চলছে নানা কর্মসূচি। রাম নামে উৎসবে মেতেছে জনগন। তারই অঙ্গ হিসাবে শনিবার আগরতলা রামনগর বিধানসভা কেন্দ্রের ১৪ নং ওয়ার্ডের উদ্যোগে প্রতিকি রাম, লক্ষণ, সীতা হনুমান সহযোগে এক সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।