Categories: দেশ

রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই

এই খবর শেয়ার করুন (Share this news)

ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচিত হবেন ১৮ জুলাই । নির্বাচন কমিশন বৃহস্পতিবার জানিয়ে দিল রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ । যদি রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় , তাহলে ভোটের গণনা ও ফল প্রকাশ হবে ২১ জুলাই । বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের রাষ্ট্রপতি পদের মেয়াদ সমাপ্ত হচ্ছে ২৪ জুলাই । এবার বিরোধী জোট এবং বিজেপি উভয় শিবিরের রাষ্ট্রপতি প্রার্থী কে হবেন সেটা নিয়ে আজ থেকেই শুরু হয়ে গেল তুমুল জল্পনা । বিরোধী শিবিরে হানা দিতে বিজেপির লক্ষ্য , এমন এক প্রার্থী দেওয়া হবে বিরোধী জোটের একাধিক রাজনৈতিক দল বাধ্য হয় বিজেপি প্রার্থীকে ভোট দিতে । কিন্তু সেটা কীভাবে সম্ভব ? বিজেপি সূত্রের খবর , দক্ষিণ ভারত থেকে প্রার্থী মনোনয়ন করা হলে সেটা সম্ভব । এমনকী মুসলিম কিংবা উপজাতি কাউকে প্রার্থীর কথাও ভাবা হয়েছে । এখনও পর্যন্ত যদিও প্রার্থী মনোনয়নে বিজেপির পথ মসৃণ । কারণ , বিরোধীদের মধ্যে এখনও পর্যন্ত কোনও সমন্বয় তৈরি হয়নি । বিরোধী জোটের প্রার্থীকে কোন কোন দল পর্যন্ত সমর্থন করবে সেটা নিয়েও সংশয় আছে ।

যদিও বিরোধী জোটের অন্যতম দুই নেতানেত্রী শারদ পাওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন একজন কোনও বিরোধী প্রার্থী করা যায় , যাকে কমবেশি সব বিজেপি বিরোধী দল সমর্থন করবে । আবার একই সঙ্গে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এভাবে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের জোট যদি সফল হয় , তাহলে সেটা হবে যথেষ্ট ইতিবাচক বার্তা বিরোধী শিবিরে । কারণ , সেক্ষেত্রে আগামীদিনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়েও আলোচনা শুরু করা যেতে পারে । রাষ্ট্রপতি নির্বাচনে এবার মোট ৪৮০৯ জন ভোটার নির্বাচন করবেন রাষ্ট্রপতিকে । এমপি এবং বিধায়কদের নিয়ে ভোটের পরিমাণ ১০ লক্ষ ৮৬ হাজার ৬৩১। যাকে পরিভাষায় বলা হয় ইলেকটোরাল কলেজ । এই মোট ইলেকটোরাল কলেজের অর্ধেকের বেশি যে প্রার্থী পাবেন , তিনিই হবেন নতুন রাষ্ট্রপতি । এদিকে , টিক এই আবহেই আগামীকাল শুক্রবার হবে রাজ্যসভা ভোট । যদিও মোট ১৫ টি রাজ্যের ৫৭ টি আসনের জন্য ভোট হলেও ইতিমধ্যেই ৪১ জন প্রার্থী নির্বাচিত হয়ে গিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় । বাকি ১৬ জন প্রার্থীকে নিয়ে শুরু হয়েছে জল্পনা ।

কারণ মহারাষ্ট্র , রাজস্থান ও হরিযাাানা ও কর্ণাটকের মতো চার রাজ্যে দুটি করে আসনে তিনজন করে প্রার্থী রয়েছেন । সুতরাং প্রবলভাবে চেষ্টা করা হচ্ছে ক্রস ভোটিংয়ের । আর সেই সম্ভাবনা ঠেকাতে সব দলের মধ্যেই শুরু হয়েছে আশঙ্কা । সেই কারণে প্রায় সব দল নিজেদের বিধায়কদের রেখে দিয়েছেন কোনও না কোনও রিসর্টে । যাতে প্রতিপক্ষ বিধায়কদের সঙ্গে যোগাযোগ করতে না পারে । কিন্তু তা সত্ত্বেও কতটা প্রতিরোধ করা যাবে ক্রস ভোটিং ? এই আশঙ্কা প্রবল । রাজ্যসভায় বিজেপি ১০০ আসন থাকবে বলে মনে করা হচ্ছে । কিন্তু একক গরিষ্ঠতার জন্য আরও ২৩ আসন দরকার । সুতরাং রাষ্ট্রপতি নির্বাচনেও বিজেপিকে অন্য দলের সমর্থনের জন্য নির্ভর করতে হবে । সেই লক্ষ্য নিয়েই এবার ঝাঁপাচ্ছেন বিজেপির ক্রাইসিস ম্যানেজাররা । উল্লেখ্য , রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ১৫ জুন । মনোনয়ন জমা করতে পারবেন প্রার্থীরা আগামী ২৯ জুন পর্যন্ত । ৩০ জুন মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে । ২ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন । ভোট হবে ১৮ জুলাই । গণনা ২১ জুলাই । উল্লেখ্য , এর আগের রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ১৭ জুলাই । গণনা হয়েছিল ২০ জুলাই । গত রাষ্ট্রপতি নির্বাচনে রামনাথ কোবিন্দ বিরোধী প্রার্থী মীরা কুমারকে ৩,৩৪,৭৩০ ভোটমানের ব্যবধানে পরাজিত করেছিলেন । এদিকে , এবারই প্রথম নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থী হতে গেলে একজনকে অবশ্যই ৫০ জন প্রস্তাবক এবং ৫০ জন প্রস্তাবকে সমর্থনকারী হিসাবে ভোটার থাকা চাই । এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে ১ জন প্রার্থীকে জামানত হিসাবে ১৫ হাজার টাকা জমা করতে হবে । ১৯৯৭ সালেই আড়াই হাজার থেকে তা বাড়িয়ে ১৫ হাজার করে ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

13 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

14 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

14 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

14 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

15 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

15 hours ago