Categories: দেশ

রাষ্ট্রপতি নিয়ে বেলাগাম মন্তব্য, ক্ষমা চাইলেন মন্ত্রী

এই খবর শেয়ার করুন (Share this news)

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির কুমন্তব্যের জেরে এদিন কার্যত তোলপাড় বাংলার রাজনীতি। শুক্রবার নন্দীগ্রামের গোকুলনগরে একটি সভা থেকে অখিল গিরি এমন কুকথা বলেছেন বলেই অভিযোগ উঠেছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে শনিবার জেলায় জেলায় পথে নামল বিজেপি। অবিলম্বে অখিলকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছে গেরুয়া শিবির। এমনকী বিধানসভার শীতকালীন অধিবেশনে রামনগরের বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চাইছেন বিজেপির আদিবাসী বিধায়কেরা, এদিন এমনই ইঙ্গিত দিয়েছেন বিজেপির তপশিলি মোর্চার সভাপতি তথা হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু।

শুক্রবার নন্দীগ্রামে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের
অভিযোগ উঠেছে অখিলের বিরুদ্ধে। নন্দীগ্রামে অখিলের ওই সভার একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে (দৈনিক সংবাদ তার সত্যতা যাচাই করেনি)। সেখানে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও হাজির হয়েছেন। ওই সভায় অখিলকে বলতে শোনা যাচ্ছে, ‘আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’ রাষ্ট্রপতির অপমান প্রসঙ্গে এদিন টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু লিখেছেন, “রাষ্ট্রের সাংবিধানিক প্রধানের প্রতি ‘সংশোধন অযোগ্য’ বেলাগাম নিকৃষ্টমানের মন্তব্য করেন যিনি, উনিই আবার নাকি রাজ্যের সংশোধনাগার মন্ত্রী। লজ্জাজনক।’ তবে অখিল গিরির এহেন মন্তব্যকে দল যে সমর্থন করে না সেই কথা বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের মাননীয় রাষ্ট্রপতি, শ্রীমতী দ্রৌপদী মুমুকে আমাদের পরম শ্রদ্ধা। আমাদের দলের বিধায়কের করা দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র নিন্দা করি এবং স্পষ্ট করে জানাতে চাই যে অখিল গিরির মন্তব্যের আমরা তীব্র বিরোধিতা করি।’ সঙ্গে আরও লেখা হয়েছে, ‘নারীর ক্ষমতায়নের যুগে এ ধরনের দুর্ব্যবহার গ্রহণযোগ্য নয়।’

এমন মন্তব্যের জন্য অখিলের সমালোচনা করেও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, বিজেপির প্ররোচনায় পা দিয়েছেন অখিল। তিনি বলেন, ‘অখিল গিরি যে মন্তব্য করেছেন তা খুবই নিন্দনীয়। কিন্তু যারা এ নিয়ে এখন নাটক করছেন তা ঠিক করছেন না। শুভেন্দু অধিকারী তার বাবার বয়সি একজন মানুষকে বারবার দাঁড়কাক বলে কটাক্ষ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলছেন।

এমন মন্তব্য কি সঠিক।’ যদিও এই বিতর্কের মুখে পড়ে শনিবার দুঃখপ্রকাশ করেন অখিল গিরি। তিনি বলেন, ‘এক মাস আগে থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করেছেন। আমি বয়স্ক মানুষ। আমার মনে ক্রোধ জন্মেছিল। রাষ্ট্রপতি মহোদয়াকে আমি কোনও অসম্মান করিনি। তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। আমি অনুতপ্ত।’ এমনকী রাষ্ট্রপতিকে চিঠি লিখেও নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করবেন বলেও জানিয়েছেন অখিল গিরি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রতিবেশী সম্পর্ক!!

'প্রতিবেশী' এই শব্দটির মানে অর্থ কি? খুব সহজ করে বললে,এর উত্তর হচ্ছে 'নিজের কাছাকাছি বা…

1 hour ago

নয়া করোনার খোঁজ, ছড়াবে বাদুড় থেকে।।

অনলাইন প্রতিনিধি :-আমেরিকা প্রথম থেকেই দাবি করে আসছে যে,চিন থেকেই ছড়াতে শুরু করেছিল করোনাভাইরাস।আমেরিকা এমনও…

1 hour ago

রাত তিনটায় সাংবাদিক সম্মেলন স্বরাষ্ট্র উপদেষ্টার।।

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশেআইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে।একথা স্বীকার করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে দেশের…

2 hours ago

নিয়োগ দুর্নীতিতে সীমা ছাড়িয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ঘুমে সরকার।।

অনলাইন প্রতিনিধি :-অবশেষে বেকার বিক্ষোভের চাপে ফের চাকরির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করতে বাধ্য হলো ত্রিপুরা…

2 hours ago

ঋণ প্রদানে ব্যাঙ্কের আরও সরলীকরণ চাই: রাজ্যপাল!!

অনলাইন প্রতিনিধি :-ব্যাঙ্কগুলিকে ইতিবাচক হতে হবে।ঋণ প্রদান করা থেকে শুরু করে নানা ক্ষেত্রে সহজ ও…

2 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

23 hours ago