রাস্তা নয়,যেন মরণ ফাঁদ!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,গন্ডাছড়া।। গন্ডাছড়া গ্রামীণ এলাকার সড়ক গুলি বেহাল অবস্থা। চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। অথচ সংস্কারের কোনও উদ্যোগ নেই দপ্তরের। ফলে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনটাই প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।
ভোট আসে ভোট যায়,কিন্তু সাধারণ মানুষের মৌলিক চাহিদা গুলি পুরন করতে ব্যার্থ হচ্ছে সরকার। এমনটাই অভিযোগ এলাকাবাসীর।
গন্ডাছড়া-লক্ষীপুর যাওয়ার রাস্তাটি মরণ ফাঁদে পরিনত হয়ে আছে।
শনিবার ওই রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে গিয়ে ইট বোঝাই পিক-আপ ভ্যান আটকে পড়ে। দীর্ঘ সময় চেষ্টা করেও গাড়িটি রাস্তার উপর গর্ত থেকে উঠানো যায়নি। রাস্তাটি দীর্ঘ দিন ধরে মরণ ফাঁদে পরিণত হয়ে থাকলেও, মেরামতের প্রয়োজন বোধ করেনি দপ্তর কিংবা এলাকার শাসক দলের নেতা মন্ত্রীরা। অথচ ওই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে শাসক দলের অনেক নেতা নেত্রী। অভিযোগ, ওইসব নেতারা নিজেদের পকেট ভারি করতে সারাক্ষণ ব্যাস্ত থাকেন, এবং মাইকে উন্নয়নের গাল ভরা গল্প শুনান। বাস্তব যে অন্য কথা বলে তা আর বলার অপেক্ষা রাখেনা।