রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ!!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, করবুক।। বেহাল রাস্তা মেরামতের দাবিতে করবুক মহকুমার যতন বাড়ী থেকে করবুক যাতায়াতের প্রধান সড়কে তৈশামা এলাকায় পথ অবরোধে শামিল হয় বিক্ষুব্ধ গ্রামবাসী। সোমবার সকালে পশ্চিম একছড়ি, উত্তর একছড়ি এবং পোয়াংবাড়ি তিনটি ভিলেজের প্রায় শতাধিক গ্রামবাসী পথ অবরোধে বসে। অবরোধের ফলে রাস্তা দু ধারে আটকে পড়ে বহু যানবাহন।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নতুন বাজার থানার পুলিশ। করবুক মহকুমা প্রশাসনের ডিসিএম এবং পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে কথা বললেও তারা আন্দোলন প্রত্যাহার করতে নারাজ। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, তৈশামা থেকে জনক পাড়া পর্যন্ত রাস্তা দ্রুত মেরামত করতে হবে।