দৈনিক সংবাদ অনলাইনঃ রাস্তা সংস্কারের দাবীতে শুক্রবার পথ অবরোধে সামিল হল গ্রামের মহিলারা। একঘন্টা পথ অবরোধ চলার পর অমরপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ও বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দুইদিনের মধ্যে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলে ক্ষুব্দ মহিলারা পথ অবরোধ প্রত্যাহার করে নেয়। অমরপুরের বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে যাতায়াতের রাস্তাটি গত কয়েকবছর ধরেই চলাচলের অনুপযোগী হয়ে আছে। এলাকাবাসী রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার জন্য স্থানীয় নেতা ও জন প্রতিনিধিদের নিকট বহু বার আবেদন নিবেদন করেছে।
কিন্তু রাস্তাটি সংস্কারের লক্ষ্যে কোন উদ্যোগই নেয়নি পঞ্চায়েতের কর্মকর্তারা। ফলে বাধ্য হয়েই ক্ষুব্দ এলাকার প্রমিলারা শুক্রবার কাসকো- সরবং ভায়া- বীরগঞ্জ- অমরপুর সড়কের পাকা সেতুর গোড়ায় পথ অবরোধে সামিল হয় । পথ অবরোধ শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যে অবরোধ স্থলে পৌঁছান পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের ছোট ভাই। অবরোধ স্থলে পৌঁছেই তিনি পথ অবরোধকারী মহিলাদের সঙ্গে অশালীন ভাষায় হুমকি-ধমকি দিয়ে মাতাব্বরী দেখাতে গেলে মহিলারা রনমূর্ত্তী ধারন করে। মহিলারা দলবদ্ধ হয়ে তেড়ে আসলে ভাইস চেয়ারম্যানের মাতাব্বর ছোট ভাই পথ অবরোধস্থল থেকে পালিয়ে আত্মরক্ষা করেন।
আচমকা পথ অবরোধের ফলে অবরোধ স্থলের রাস্তার দুইদিকে পথচারী সাধারণ মানুষ সহ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও যানবাহন আটকে পড়ে। বীরগঞ্জ গ্রামেরই বাসিন্দা তথা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শংকরানন্দ সাহা ও বীরগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান শৈলেশ্বর দত্ত অবরোধস্হলে গিয়ে পথ অবরোধকারী ক্ষুব্দ প্রমিলাদের সাথে কথা বলেন। আগামী দুইদিনের মধ্যেই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ প্রত্যাহার করে নেয় প্রমিলারা। প্রসঙ্গত অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শংকরানন্দ সাহা এবং গোমতী জেলার জেলা পরিষদের সদস্য মহিভুষন চক্রবর্তীর বাড়িও বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে। তারপরেও ওই ওয়ার্ডের বাসিন্দারা বছরের পর বছর ধরে জল-কাদা ভরা রাস্তা মাড়িয়েই প্রতিদিন যাতায়াত করেন। ফলে স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের ভূমিকায় ক্ষুব্দ এলাকাবাসী।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…