Categories: দেশ

রাহুলই হোন পরবর্তী সভাপতি

এই খবর শেয়ার করুন (Share this news)

রাহুল গান্ধীকেই ফের কংগ্রেসের সভাপতি পদে বসানোর তোড়জোড় চলছে পুরোদমে । একদিকে রাহুল গান্ধী ভারত জুড়ো যাত্রায় লাগাতার পদযাত্রা করে চলেছেন । এখন তিনি কেরলে । অন্যদিকে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া । আর যতই সভাপতি নির্বাচন প্রক্রিয়া এগিয়ে আসছে , ততই রাজ্যে রাজ্যে স্লোগান এবং দাবি উঠেছে রাহুলকেই ফের সভাপতি চাই । শুধুই যে কৰ্মী সমর্থক নেতাদের মৌখিক দাবি তা নয় । রীতিমতো প্রস্তাব পাস করানো হচ্ছে প্রদেশ কংগ্রেস কমিটির সভা ডেকে । এই প্রস্তাব তথা রেজলিউশন পাঠানো হচ্ছে এআইসিসির কাছে । উল্লেখ্য এই দস্তুর বহুবার কংগ্রেসের অন্দরে হয়েছে । স্বাধীনতার আগেপরে একই প্রথা দেখা গিয়েছে । অর্থাৎ প্রদেশ কংগ্রেস স্তর থেকে প্রাথমিকভাবে দাবি তোলা হয়েছে । তারপর একের পর এক রাজ্য কংগ্রেসের সভায় প্রস্তাব পাস করানো হয় , এবং সেটিই পরবর্তী সময়ে পাস হয়েছে এআইসিসিতে সোমবার মহারাষ্ট্রের কংগ্রেস নেতৃত্ব এই একইভাবে প্রস্তাব পাস করিয়েছে । এর আগে রাজস্থান এবং ছত্তিশগড়ে হয়েছে । তামিলনাড়ু ও বিহারেও একই চিত্র । এমনকী গুজরাট কংগ্রেসও জানিয়ে দিয়েছে যে রাহুল গান্ধী ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া হবে না সভাপতি হিসেবে । এভাবে একের পর এক রাজ্য থেকে যেভাবে রাহুল গান্ধীর সমর্থনে এবং দাবিতে প্রস্তাব পাস হয়েছে , সেখানে সম্মিলিতভাবে যখন এআইসিসি এবং ওয়ার্কিং কমিটির কাছে এই প্রস্তাবগুলি সংবলিত দাবিপত্র পেশ করা হবে , তখন কি আদৌ কোনও নির্বাচন আর সম্ভব ? এই আলোচনা এবং জল্পনা তীব্র হয়েছে । রাহুল গান্ধীকেই আবার সভাপতি হিসেবে চেয়ে এই দাবির পিছনে কি আদতে গান্ধী পরিবারেরই সমর্থন ও প্ররোচনা আছে ? এই প্রশ্নও উঠছে । কিন্তু কংগ্রেসের সর্বোচ্চ সূত্র থেকে বলা হয়েছে , ঠিক উল্টো । অর্থাৎ গান্ধী পরিবার এই প্রবণতায় বেশ বিরক্ত । রাহুল ও সোনিয়া গান্ধীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে , এভাবে কোনও প্রস্তাব পাস করানোর অর্থ এআইসিসির সভাপতি নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা এবং ব্যাহত করা । তাই এটা উচিত নয় । কিন্তু যেখানে রাজ্যে সরকারেই কংগ্রেস রয়েছে , সেই রাজস্থান ও ছত্তিশগড়েও এই একই ঘটনা ঘটেছে । সুতরাং রাহুল গান্ধী আপত্তি ধোপে টিকছে না আর রাজস্থানে এই প্রস্তাব পাস হওয়ার অর্থ অশোক গেহলট সন্তপর্ণে নিজের সভাপতি হওয়ার সম্ভাবনায় ইতি টানলেন । তিনি কোনওভাবেই রাজ্য ছেড়ে যেতে চান না দিল্লী । রাহুল কেরলে আজ পদাযাত্রায় বলেছেন , সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন দেশে । যেভাবেই হোক বিদ্বেষ ও বিভাজনের রাজনীতির সমাপ্তি চান আমজনতা । সেই বার্তাই তিনি পাচ্ছেন তার এই পদযাত্রায় । তাই বিরোধীরা একজোট হয়ে ২০২৪ সালে এই সরকারকে পরাস্ত করবে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…

14 hours ago

বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক মোদী সরকারের!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…

14 hours ago

শূন্য কলস!!

শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…

19 hours ago

বাতিল করলেন তিন দেশের সফর প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

20 hours ago

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

20 hours ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

21 hours ago