Categories: দেশ

রাহুলই হোন পরবর্তী সভাপতি

এই খবর শেয়ার করুন (Share this news)

রাহুল গান্ধীকেই ফের কংগ্রেসের সভাপতি পদে বসানোর তোড়জোড় চলছে পুরোদমে । একদিকে রাহুল গান্ধী ভারত জুড়ো যাত্রায় লাগাতার পদযাত্রা করে চলেছেন । এখন তিনি কেরলে । অন্যদিকে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া । আর যতই সভাপতি নির্বাচন প্রক্রিয়া এগিয়ে আসছে , ততই রাজ্যে রাজ্যে স্লোগান এবং দাবি উঠেছে রাহুলকেই ফের সভাপতি চাই । শুধুই যে কৰ্মী সমর্থক নেতাদের মৌখিক দাবি তা নয় । রীতিমতো প্রস্তাব পাস করানো হচ্ছে প্রদেশ কংগ্রেস কমিটির সভা ডেকে । এই প্রস্তাব তথা রেজলিউশন পাঠানো হচ্ছে এআইসিসির কাছে । উল্লেখ্য এই দস্তুর বহুবার কংগ্রেসের অন্দরে হয়েছে । স্বাধীনতার আগেপরে একই প্রথা দেখা গিয়েছে । অর্থাৎ প্রদেশ কংগ্রেস স্তর থেকে প্রাথমিকভাবে দাবি তোলা হয়েছে । তারপর একের পর এক রাজ্য কংগ্রেসের সভায় প্রস্তাব পাস করানো হয় , এবং সেটিই পরবর্তী সময়ে পাস হয়েছে এআইসিসিতে সোমবার মহারাষ্ট্রের কংগ্রেস নেতৃত্ব এই একইভাবে প্রস্তাব পাস করিয়েছে । এর আগে রাজস্থান এবং ছত্তিশগড়ে হয়েছে । তামিলনাড়ু ও বিহারেও একই চিত্র । এমনকী গুজরাট কংগ্রেসও জানিয়ে দিয়েছে যে রাহুল গান্ধী ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া হবে না সভাপতি হিসেবে । এভাবে একের পর এক রাজ্য থেকে যেভাবে রাহুল গান্ধীর সমর্থনে এবং দাবিতে প্রস্তাব পাস হয়েছে , সেখানে সম্মিলিতভাবে যখন এআইসিসি এবং ওয়ার্কিং কমিটির কাছে এই প্রস্তাবগুলি সংবলিত দাবিপত্র পেশ করা হবে , তখন কি আদৌ কোনও নির্বাচন আর সম্ভব ? এই আলোচনা এবং জল্পনা তীব্র হয়েছে । রাহুল গান্ধীকেই আবার সভাপতি হিসেবে চেয়ে এই দাবির পিছনে কি আদতে গান্ধী পরিবারেরই সমর্থন ও প্ররোচনা আছে ? এই প্রশ্নও উঠছে । কিন্তু কংগ্রেসের সর্বোচ্চ সূত্র থেকে বলা হয়েছে , ঠিক উল্টো । অর্থাৎ গান্ধী পরিবার এই প্রবণতায় বেশ বিরক্ত । রাহুল ও সোনিয়া গান্ধীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে , এভাবে কোনও প্রস্তাব পাস করানোর অর্থ এআইসিসির সভাপতি নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা এবং ব্যাহত করা । তাই এটা উচিত নয় । কিন্তু যেখানে রাজ্যে সরকারেই কংগ্রেস রয়েছে , সেই রাজস্থান ও ছত্তিশগড়েও এই একই ঘটনা ঘটেছে । সুতরাং রাহুল গান্ধী আপত্তি ধোপে টিকছে না আর রাজস্থানে এই প্রস্তাব পাস হওয়ার অর্থ অশোক গেহলট সন্তপর্ণে নিজের সভাপতি হওয়ার সম্ভাবনায় ইতি টানলেন । তিনি কোনওভাবেই রাজ্য ছেড়ে যেতে চান না দিল্লী । রাহুল কেরলে আজ পদাযাত্রায় বলেছেন , সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন দেশে । যেভাবেই হোক বিদ্বেষ ও বিভাজনের রাজনীতির সমাপ্তি চান আমজনতা । সেই বার্তাই তিনি পাচ্ছেন তার এই পদযাত্রায় । তাই বিরোধীরা একজোট হয়ে ২০২৪ সালে এই সরকারকে পরাস্ত করবে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

2 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

2 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

3 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago