অনলাইন প্রতিনিধি :-মণিপুর থেকে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করার অনুমতি দিলো রাজ্য সরকার। তবে সীমিত সংখ্যক অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এই কাজটি করতে হবে বলে জানিয়ে দিয়েছে মণিপুর সরকার। প্রস্তাবিত এই যাত্রা শুরু হবে ২৪ জানুয়ারী এবং শেষ হবে ২০ মার্চ।এখানকার হাপতা কেংজেইবুং ময়দান থেকে যাত্রা শুরু করার জন্য কংগ্রেস আবেদন জানানোর আটদিনের মাথায় রাজ্য সরকারের কাছ থেকে অনুমোদন মিললো। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই যাত্রার সূচনা লগ্নে সীমিত সংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতিকে অনুমোদন দিয়ে এক আদেশ জারি করা হয় ইম্ফল পূর্ব জেলার ম্যাজিস্ট্রেটের অফিস সূত্রে। অংশগ্রহণকারীর সংখ্যা এবং নামধাম আগেই কর্তৃপক্ষকে জানাতে হবে যাতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা যায়।এর আগে ইম্ফল পূর্ব জেলার এসপি একটি প্রতিবেদন জমা দিয়ে জানান,বড় ধরনের জমায়েত হলে সেটি আইনশৃঙ্খলা অবনতির কারণ হতে পারে।তাছাড়া ইম্ফল পূর্ব জেলায় সিআরপিসি’র ১৪৪ ধারা বলবত রয়েছে।এর আওতায় বিভিন্ন বিধিনিষেধ এড়ানো সম্ভব নয়।প্রসঙ্গত,তেসরা মে মণিপুরে সহিংসতা শুরু হওয়ার পর থেকেই সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে। জাতিগত সহিংসতা কেড়ে নিয়েছে ১৮৫টি প্রাণ এবং আহত হয়েছেন কয়েকশ মানুষ।এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি।এই অবস্থায় ভারত জোড়ো ন্যায় যাত্রার মতো একটি সমাবেশ বেশ স্পর্শকাতর বিষয় হতে পারে বলে আদেশনামায় জানানো হয়।তাই সবদিক বিচার করেই এই সিদ্ধান্ত।এদিকে রাজ্য সরকারের সিদ্ধান্ত জানানোর পর কংগ্রেসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের শীর্ষ নেতৃত্ব।তবে বিধিনিষেধ আরোপ করার কারণে যাত্রার মূল উদ্দেশ্যই ব্যর্থ হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছে দলেরই একটি সূত্র।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…