রিপস্যাটে বেআইনি প্রমোশন অভিযোগ ঘিরে উঠেছে প্রশ্ন।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || কোনও রকম নিয়মনীতির তোয়াক্কা না করে এবং আদালতের নির্দেশ অমান্য করে রিপস্যাটে অযোগ্য শিক্ষকদের প্রমোশন দেওয়ার অভিযোগ উঠেছে।এই নিয়ে রিপস্যাটের অন্য শিক্ষক কর্মাচরীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।ত্রিপুরা হাইকোর্টে দায়ের করা দুটি রিট মামলায়(WP (c)916 of 2021 & WP (c) 917 of 2021 ) গত ৭ ফেব্রুয়ারী ২০২২ইং তৎকালীন বিচারপতি শুভাশিস তলাপাত্র রায় দিয়ে বলেছেন, ফার্মাসি শিক্ষকের পদোন্নতি আপগ্রেডেশন পেশাগত অগ্রগতি অর্থাৎ ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম (CAS) প্রদানে অবশ্যই অল ইণ্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন (AICTE)-এর গাইডলাইন পুরোপুরি মানতে হবে।শুধু তাই নয়, ‘স্ক্রিনিং অ্যাণ্ড ভ্যারিফিকেশন’ কমিটির সুপারিশ মোতাবেক করতে হবে।অভিযোগ, কোনও নিয়মনীতিরই তোয়াক্কা করা হয়নি।এমনকি স্ক্রিনিং অ্যাণ্ড ভ্যারিফিকেশন কমিটি পর্যন্ত গঠন করা হয়নি। অথচ বি ফার্মায় দ্বিতীয় বিভাগে পাস করা এক সহকারী অধ্যাপককে এক লাফে অধ্যাপক বানিয়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আদালতের নির্দেশ, অল ইণ্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন এবং ফার্মাসি কাউন্সিল অব ইণ্ডিয়ার কোনও নির্দেশ ও নিয়মনীতি মানা হয়নি বলে অভিযোগ। ওই ভাগ্যবান অধ্যাপকের নাম ড. নীলিমাঙ্ক দাস। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে No. F6 (82)- RIPSAT/PER/2006 (Sub)/ 1912- 22 dated 12 May, 2023, এই আদেশমুলে শ্রীদাসকে প্রমোশন দেওয়া হয়েছে।উল্লেখ্য,অল ইণ্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন (AICTE)-এর গাইডলাইন অনুসারে ফার্মাসি শিক্ষকদের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম পাওয়ার জন্য অবশ্যই Performance Based Ap praisal System (PBAS)-এর মাধ্যমে শিক্ষকের একাডেমিক পারফরম্যান্স নির্ণয় করতে হবে। একই সাথে কমিটি গঠন করে স্ক্রিনিং ও ভ্যারিফিকেশন রিপোর্ট দিতে হবে। অভিযোগ, ড. নীলিমাঙ্ক দাসের ক্ষেত্রে কোনও নিয়মনীতিই পালন করা হয়নি। রিপস্যাট ফার্মাসি কাউন্সিল অব ইণ্ডিয়ার অনুমোদিত একটি আঞ্চলিক শিক্ষা (ফার্মাসি কলেজ) প্রতিষ্ঠান।ফার্মাসি কাউন্সিল ২০১৪ সালের একটি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলেছে, ফার্মাসি কলেজে সহকারী অধ্যাপক হওয়ার জন্য একজন শিক্ষককে অবশ্যই বি. ফার্মাতে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। তবে এই নির্দেশিকা থেকে অবশ্য ড. দাস পার পেয়ে গেছেন। কারণ এই বিজ্ঞপ্তি প্রকাশের আগেই তিনি রিপস্যাটে নিযুক্তি পেয়েছেন। কিন্তু অবাক করার বিষয় হলো, ড. নীলিমাঙ্ক দাসের পদাঙ্ক অনুসরণ করে রিপস্যাটের আরও তিনজন শিক্ষককে প্রমোশন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।এরা হলেন, ড. বিপ্লব দে,ড. সবিতা পাল এবং ড. ঋষিরাজ ছেত্রী।যতটুকু খবর, উক্ত প্রমোশনের ফাইলটি বর্তমান স্বাস্থ্যসচিবের রহস্যজনক ব্যক্তিগত উদ্যোগে মুখ্যমন্ত্রীর টেবিলে পৌঁছে গেছে। তাদের ক্ষেত্রেও কোনও নিয়মনীতি, গাইডলাইনের তোয়াক্কা করা হয়নি বলে উদ্যোগ। স্বাভাবিকভাবেই এ নিয়ে গুঞ্জন হয়েছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধ চাই না, শান্তি চাই’,বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-সুর বদলে এবার শান্তির বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দরের।ভারত যুদ্ধ থামালে, তারাও থেমে…

5 hours ago

পাক গোলাবর্ষনে প্রাণ গেল রাজৌরির উচ্চপদস্থ আধিকারিকের!!

অনলাইন প্রতিনিধি :-রাজৌরিতে পাক সেনার গোলাবর্ষণে প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার।…

5 hours ago

নিঃসঙ্গ পাকিস্তান!!

আজকের দিনের প্রতিটি যুদ্ধ মানেই প্রথমেই স্নায়ুযুদ্ধ।স্নায়ুযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে তোলার মাধ্যমে…

6 hours ago

যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যের বাজারে মূল্যবৃদ্ধি, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :- ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুক্রবার সকাল থেকেই…

6 hours ago

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

10 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

19 hours ago