রিভিউতে নম্বর বেড়ে প্রথম দশে অমরপুর ডিএটি স্কুলের ছাত্রী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষৎ পরিচালিত এ বছরের মাধ্যমিক পরীক্ষার খাতা রিভিউ করার পর প্রাপ্ত নম্বর বেড়ে যাওয়ায় পর্ষদে প্রথম দশের তালিকায় স্থান করে নিল মহকুমার বনেদি স্কুল দক্ষিণ অমরপুর টাউন উচ্চতর মাধ্যমিক (ডিএটি) বিদ্যালয়ে কৃতী ছাত্রী ধৃতি দেবনাথ। ধৃতির সফলতায় খুশি তার মাতা- পিতা-আত্মীয়স্বজন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত ছাত্রছাত্রী। ডিএটি স্কুলের শিক্ষক নিরঞ্জন দাস জানিয়েছেন, তাদের স্কুলের ছাত্রী ধৃতি দেবনাথ যেমন পড়াশোনায় তেমনি স্কুলের এক্সট্রা ক্যারিকুলামেও সমান দক্ষ। আগে থেকেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা ধৃতির ভালো ফলাফলের প্রত্যাশা করেছিলেন। পর্ষদের প্রথম দশের তালিকায় ধৃতি দেবনাথ স্থান করে নেবে বলে ডিএটি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারাই আশাবাদী ছিলেন। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা যায় এক নম্বরের জন্য ধৃতি দেবনাথ প্রথম দশের তালিকা থেকে ছিটকে গেছে। ধৃতির পিতা বিজ্ঞান শিক্ষক চিত্তরঞ্জন দেবনাথ এবং মাতা শংকরী দেবনাথও মেয়ের ভালো ফলাফলের বিষয়ে একশ শতাংশ আশাবাদী ছিলেন। মা বাবার আস্থা ও বিশ্বাস ছিল বোর্ডের পরীক্ষায় তাদের সন্তান প্রথম দশে জায়গা করে নেবে। কিন্তু প্রথম দশে স্থান করতে না পেরে হতাশ হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে ধৃতি দেবনাথ। অবস্থার পরিপ্রেক্ষিতেশিক্ষক পিতা মেয়ের সমাজবিদ্যা ও ইংরেজি বিষয়ের খাতার রিভিউর জন্য মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন করেন। বুধবার খাতা রিভিউর ফল প্রকাশের পর দেখা যায় ধৃতি দেবনাথ সমাজবিদ্যা বিষয়ে এক নম্বর বেশিপেয়েছে। ফলে ধৃতি দেবনাথের সর্বমোট নম্বর হয়ে দাঁড়িয়েছে ৪৮১। আর এর ফলে ডিএটি স্কুলের ছাত্রী ধৃতি দেবনাথ পর্ষদের ঘোষণা অনুযায়ী সম্ভাব্য প্রথম দশের তালিকায় যুগ্মভাবে দশম স্থান অধিকার করে।প্রসঙ্গত গত ২৬ জুন পর্ষদের ফল প্রকাশের পর সম্ভাব্য দশের তালিকায় রাজ্যের ১৪ জন কৃতী ছাত্রছাত্রী স্থান পায়। সর্বাধিক ৪৯৫ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করে শান্তিরবাজারের সানফ্লাওয়ার ইংরেজি মাধ্যম একাডেমির আকাশ চৌধুরী এবং ৪৮১ পেয়ে দশম স্থান দখল করে তেলিয়ামুড়ার আনন্দমার্গ ইংরেজি মাধ্যম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জয়শ্রী পাল। আর বর্তমানে খাতা রিভিউয়েরআর বর্তমানে খাতা রিভিউয়ের ফল প্রকাশের পর এক নম্বর বেশি পেয়ে সর্বমোট ৪৮১ নম্বর পেয়ে সম্ভাব্য মেধা তালিকার প্রথম দশের মধ্যে যুগ্মভাবে দশম স্থান দখল করতে সমর্থ হয়েছে অমরপুরের ডিএটি স্কুলের কৃতী ছাত্রী ধৃতি দেবনাথ। ধৃতি দেবনাথের ওই ধরনের সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির জোয়ারে ভাসছে ধৃতি দেবনাথের ডিএটি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা এবং ধৃতির মাতা পিতা, আত্মীয়পরিজন সহ অমরপুরের শহরবাসীরা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

15 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

21 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

23 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

23 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

24 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

1 day ago