অনলাইন প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষৎ পরিচালিত এ বছরের মাধ্যমিক পরীক্ষার খাতা রিভিউ করার পর প্রাপ্ত নম্বর বেড়ে যাওয়ায় পর্ষদে প্রথম দশের তালিকায় স্থান করে নিল মহকুমার বনেদি স্কুল দক্ষিণ অমরপুর টাউন উচ্চতর মাধ্যমিক (ডিএটি) বিদ্যালয়ে কৃতী ছাত্রী ধৃতি দেবনাথ। ধৃতির সফলতায় খুশি তার মাতা- পিতা-আত্মীয়স্বজন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত ছাত্রছাত্রী। ডিএটি স্কুলের শিক্ষক নিরঞ্জন দাস জানিয়েছেন, তাদের স্কুলের ছাত্রী ধৃতি দেবনাথ যেমন পড়াশোনায় তেমনি স্কুলের এক্সট্রা ক্যারিকুলামেও সমান দক্ষ। আগে থেকেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা ধৃতির ভালো ফলাফলের প্রত্যাশা করেছিলেন। পর্ষদের প্রথম দশের তালিকায় ধৃতি দেবনাথ স্থান করে নেবে বলে ডিএটি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারাই আশাবাদী ছিলেন। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা যায় এক নম্বরের জন্য ধৃতি দেবনাথ প্রথম দশের তালিকা থেকে ছিটকে গেছে। ধৃতির পিতা বিজ্ঞান শিক্ষক চিত্তরঞ্জন দেবনাথ এবং মাতা শংকরী দেবনাথও মেয়ের ভালো ফলাফলের বিষয়ে একশ শতাংশ আশাবাদী ছিলেন। মা বাবার আস্থা ও বিশ্বাস ছিল বোর্ডের পরীক্ষায় তাদের সন্তান প্রথম দশে জায়গা করে নেবে। কিন্তু প্রথম দশে স্থান করতে না পেরে হতাশ হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে ধৃতি দেবনাথ। অবস্থার পরিপ্রেক্ষিতেশিক্ষক পিতা মেয়ের সমাজবিদ্যা ও ইংরেজি বিষয়ের খাতার রিভিউর জন্য মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন করেন। বুধবার খাতা রিভিউর ফল প্রকাশের পর দেখা যায় ধৃতি দেবনাথ সমাজবিদ্যা বিষয়ে এক নম্বর বেশিপেয়েছে। ফলে ধৃতি দেবনাথের সর্বমোট নম্বর হয়ে দাঁড়িয়েছে ৪৮১। আর এর ফলে ডিএটি স্কুলের ছাত্রী ধৃতি দেবনাথ পর্ষদের ঘোষণা অনুযায়ী সম্ভাব্য প্রথম দশের তালিকায় যুগ্মভাবে দশম স্থান অধিকার করে।প্রসঙ্গত গত ২৬ জুন পর্ষদের ফল প্রকাশের পর সম্ভাব্য দশের তালিকায় রাজ্যের ১৪ জন কৃতী ছাত্রছাত্রী স্থান পায়। সর্বাধিক ৪৯৫ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করে শান্তিরবাজারের সানফ্লাওয়ার ইংরেজি মাধ্যম একাডেমির আকাশ চৌধুরী এবং ৪৮১ পেয়ে দশম স্থান দখল করে তেলিয়ামুড়ার আনন্দমার্গ ইংরেজি মাধ্যম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জয়শ্রী পাল। আর বর্তমানে খাতা রিভিউয়েরআর বর্তমানে খাতা রিভিউয়ের ফল প্রকাশের পর এক নম্বর বেশি পেয়ে সর্বমোট ৪৮১ নম্বর পেয়ে সম্ভাব্য মেধা তালিকার প্রথম দশের মধ্যে যুগ্মভাবে দশম স্থান দখল করতে সমর্থ হয়েছে অমরপুরের ডিএটি স্কুলের কৃতী ছাত্রী ধৃতি দেবনাথ। ধৃতি দেবনাথের ওই ধরনের সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির জোয়ারে ভাসছে ধৃতি দেবনাথের ডিএটি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা এবং ধৃতির মাতা পিতা, আত্মীয়পরিজন সহ অমরপুরের শহরবাসীরা।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…