অনলাইন প্রতিনিধি :-আগরতলা সরকারী মেডিকেল কলেজ জিবির হার্ট তথা কার্ডিওলজির চিকিৎসক দল এবার সরকারীভাবে বহিঃরাজ্যে গিয়ে রোগীর ওপেন হার্ট সার্জারি শুরু করেছেন।মণিপুর তথা ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (রিমস) আমন্ত্রণে এবং -ত্রিপুরা ও মণিপুর সরকারের পরস্পরের সহযোগিতায় তার সূচনা করা হয় গত এগারো জুলাই। আগরতলা সরকারী মেডিকেল কলেজের কার্ডিওথোরাসিক সার্জন ডা. কণক নারায়ণ ভট্টাচার্য ও তার টিম রিমসে গিয়ে দশ বছরের নিচে বয়সি দুই শিশুর ওপেন হার্ট সার্জারি করেন। দুই শিশুর জন্মগত থেকে হার্টে ত্রুটি ছিল।হার্টে ছিদ্র ছিল।মণিপুর তথা রিমসে এই ধরনের অস্ত্রোপচার করা হয় না। তাই রিমস থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. সঞ্জিব দেববর্মার কাছে রিমসে এসে কার্ডিওথোরাসিক সার্জন ডা. কণক নারায়ণ ভট্টাচার্য ও তার টিমকে দুই শিশুর ওপেন হার্ট সার্জারি করার জন্য অনুরোধ জানানো হয়।তারপর মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার উৎসাহে আগরতলা থেকে ডা. ভট্টাচার্য্যের নেতৃত্বে এই চিকিৎসক টিম সেখানে গিয়ে দুই শিশুর হার্টের সফল অস্ত্রোপচার করে আসেন। কিছুদিন আগে ইম্ফলের একটি বেসরকারী – হাসপাতাল সিজার একটি চিকিৎসক দল জিবিতে এসে রোগীর প্রথম কিডনি প্রতিস্থাপন করে গেছে। সিজার সঙ্গে ত্রিপুরা সরকারের রোগীর কিডনি প্রতিস্থাপন করার ব্যাপারে মৌ স্বাক্ষর হয়।এখন জিবির কার্ডিওলজির চিকিৎসক দলও ইম্ফলে ছুটে গিয়ে শিশুর ওপেন হার্ট সার্জারি শুরু করেন।ডা. ভট্টাচার্য জানান, ওপেন হার্ট অস্ত্রোপচারের পরে দুই শিশুর শারীরিক অবস্থা ভালো আছে।জিবি থেকে ইম্ফলে কার্ডিওলজির মেডিকেল টিমে অন্যদের মধ্যে ছিলেন অ্যানেস্থেসিস্ট ডা. মণিময় দেববর্মা, পারফিউশনিস্ট ও সহায়তাকারী হিসাবে যথাক্রমে সুজন সাহু, সুদীপ্ত মণ্ডল প্রমুখ।ডা. ভট্টাচার্য জানান রিমসে গিয়ে এই ধরনের অস্ত্রোপচার করায় তিনি খুব আনন্দিত ও খুশি। কারণ তিনি রিমস থেকেই এমবিবিএস এবং এমএস করেছেন। তিনি আরও জানান, রিমসে গিয়ে হার্ট অস্ত্রোপচার ও ইম্ফলের শিজা হাসপাতাল থেকে এসে আগরতলায় কিডনি প্রতিস্থাপনের কাজ শুরু করায় দুই রাজ্যের মধ্যে আধুনিক চিকিৎসা পরিষেবার আদান প্রদান আরও দৃঢ় হবে। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে ধন্যবাদ জানান এই কাজে উৎসাহ দেওয়ায়।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…